স্মার্ট গাড়ি নিয়ে নকিয়া
ঢাকাটাইমস ডেস্ক
০৬ মে, ২০১৪ ০১:০০:৩০

ঢাকা: সদ্যই মাইক্রোসফটের কাছে নিজেদের মোবাইল ইউনিট বিক্রির প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছে নকিয়া। একটা সময় পর্যন্ত মোবাইল বিশ্বের অন্যতম জায়ান্ট ফিনল্যান্ডের এই কোম্পানি এখন নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আর এই গুছিয়ে নেওয়ার জন্য এবারে নকিয়া বেছে নিয়েছে স্মার্ট গাড়িকে। সাম্প্রতিক সময়গুলোতে স্মার্ট এবং ইন্টারনেটে যুক্ত গাড়ি নিয়ে চলছে নানা ধরনের গবেষণা। সর্বশেষ অ্যাপলও তাদের ডিভাইস ব্যবহার করে গাড়ি নিয়ন্ত্রণের এবং গাড়িতে বাড়তি সুবিধা যোগ করার প্রয়াস পেয়েছে। এর ধারাবাহিকতায় এবারে নকিয়া ১০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি অর্থায়ন বরাদ্দ করছে স্মার্ট গাড়িতে।তাদের ম্যাপিং সেবা 'হেয়ার' ব্যবহার করে স্মার্ট গাড়িকে ইন্টারনেটে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে নকিয়া। নকিয়া জানিয়েছে, নকিয়া গ্রোথ পার্টনার (এনজিপি) এই বরাদ্দকৃত অর্থের যাবতীয় ব্যবস্থাপনার কাজটি করবে। স্মার্ট গাড়ি নিয়ে নকিয়া যে পরিকল্পনা গ্রহণ করেছে তাতে গাড়িগুলো কেবল ইন্টারনেটেই যুক্ত হবে না, এগুলো একে অপরের সাথেও সংযুক্ত থাকবে। ফলে এসব স্মার্ট গাড়ি ব্যবহারকারী ড্রাইভারদের জন্য গাড়ি চালানো একদিকে যেমন সহজ ও সুবিধাজনক হবে, অন্যদিকে গাড়িগুলোর নিরাপত্তাও সুসংহত হবে। গাড়িগুলো নিজেদের অবস্থানকে চিহ্নিত করতে পারবে। একইসাথে তার আশেপাশে অবস্থান করা অন্য গাড়িগুলোকেও শনাক্ত করতে পারবে। আবার গাড়ির চারপাশে থাকা অন্যান্য সকল বস্তুকেও অবস্থানসহ শনাক্ত করে নিতে পারবে গাড়িগুলো। ফলে দুর্ঘটনার সম্ভাবনা এসব গাড়িতে অনেক কমে যাবে। নকিয়ার নতুন এই পদক্ষেপ সম্পর্কে নকিয়া গ্রোথ পার্টনারের একজন পার্টনার পল অ্যাসেল বলেন, 'নিরাপদ, পরিচ্ছন্ন, বুদ্ধিমান, ইন্টারনেটে সংযুক্ত স্মার্ট গাড়িকে আরও বেশি সুলভ করে তুলতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে গত কয়েকবছর ধরেই। উন্নত বিশ্বের দেশগুলোতে স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো এখন স্মার্ট গাড়িকেও অন্যতম প্রযুক্তি উদ্ভাবন হিসেবে গ্রহণ করতে শুরু করেছে মানুষ।' নকিয়া ছাড়াও গুগল, অ্যাপল, ইন্টেলের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো স্মার্ট গাড়ি নিয়ে কাজ করছে। এ বছরের শুরুতেই গুগল জানায় হোন্ডা, হিউন্দাই, অডির মতো গাড়ি নির্মাতাদের সাথে তারা কাজ করছে এসব প্রতিষ্ঠানের গাড়িতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যুক্ত করতে। অ্যাপল ইতোমধ্যেই গাড়ির জন্য তৈরি করেছে বিশেষ সিস্টেম কারপ্লে। ইন্টারনেটে সংযুক্ত গাড়ির নানা উন্নয়ন গবেষণায় ইন্টেলও ১০০ মিলিয়ন ডলার বরাদ্দের কথা জানিয়েছে। মোবাইল ইউনিট বিক্রি করে দিয়ে এবারে স্মার্ট গাড়ির এই ক্রমবর্ধমান চাহিদার বাজারেই ভরসা খুঁজছে নকিয়া।
(ঢাকাটাইমস/ ৬ মে/ এইচএফ/ ১২.৪৫ঘ.)