logo ০৪ মে ২০২৫
বগুড়ায় বাংলালিংকের থ্রিজি সেবা চালু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ মে, ২০১৪ ২১:০৩:৫৬
image

ঢাকা: দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংকের থিজি সেবা এখন বগুড়ায়। শুক্রবার বগুড়ার উডবার্ন পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করা হয়েছে।


এরপরে একটি র‌্যালি নগর প্রদক্ষিণ করে। র‌্যালিতে থ্রিজি ব্র্যান্ডসমৃদ্ধ ক্যারাভ্যান, ঘোড়ার গাড়ি, প্যাডেল ভ্যান এবং বহুল জনপ্রিয় বাংলালিংকের জিঙ্গেলের সুর সবার মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।


গত বছরের অক্টোবর মাসে বাণিজ্যিকভাবে বাংলালিংক থ্রিজি সেবার যাত্রা শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই রাজধানী ঢাকা, খুলনা, বন্দরনগরী চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং বরিশালের গুরত্বপূর্ণ এলাকাগুলোতে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা পৌঁছে দিয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার মেয়র এ কে এম মাহাবুবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত এসপি আব্দুর ওয়ারেস।


এছাড়া ও বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার আহমেদ শামসুল হুদা, রিজিওনাল সেলস ম্যানেজার মো. মুশফিক  সালেহীন এবং পি আর এন্ড কমিউনিকেশন সিনিয়র কর্মকর্তা নাজিবুর রহমান ।


বাংলালিংকের বাণিজ্যিকভাবে চালু করা এই সেবা বগুড়া শহরের জনগণকে প্রযুক্তির নতুন এক দিগন্তে নিয়ে যাবে। কারণ বাংলালিংকের স্লোগান হচ্ছে ‘সবার জন্য বাংলালিংক থ্রিজি’যা গ্রাহকদের উচ্চ গতিসম্পন্ন ডাটা কানেক্টিভিটির সুবিধা পাওয়ার ক্ষেত্রে দুর্দান্ত অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে।


বাংলালিংকের থ্রিজি সেবা গ্রহণকারী একজন গ্রাহক ভিডিও কলও করতে পারবেন। এদেশে বাংলালিংকই হলো প্রথম মোবাইল ফোন অপারেটর যেটি তার গ্রাহকদের জন্য লোকাল রেডিও অ্যাপস, অডিও স্ট্রিমিং ও ভিডিও স্ট্রিমিং সার্ভিস এবং আরও কিছু প্রয়োজনীয় মোবাইল পোর্টালসহ থ্রিজি উপযোগী নানা কনটেন্ট সেবা নিয়ে এসেছে।


বাংলালিংকের রিজিওনাল সেলস ম্যানেজার আহমেদ শামসুল হুদা বলেন,  বাংলালিংক সব সময়ই তার প্রতিশ্রতির আলোকে বাংলাদেশের টেলিযোগাযোগ প্রযুক্তির নিত্য-নতুন সেবা প্রবর্তনে অগ্রণী ভূমিকায় থাকে। সে অনুযায়ী অধিকতর উন্নত মানের সেবা দিতেই বগুড়ায় উদ্বোধন করা হলো থ্রিজি সেবা।


বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হলো বাংলালিংক।  যাদের প্রায় দুই কোটি ৯০ লাখের মত গ্রাহক রয়েছে। প্রসঙ্গত, বাংলালিংক হচ্ছে নেদারল্যান্ডভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।


(ঢাকাটাইমস/৯মে/ এএসএ)