ঢাকা: জাপানের মোবাইল ফোন ও ইলেকট্রনিক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান সনি এবার ভারতের বাজারে ছেড়েছে নতুন স্মার্টফোন সনি এক্সপেরিয়া জেড-২। এটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৯৯০ রুপি। সনি এই স্মার্টফোনের সঙ্গে ৫ হাজার ৯৯০ রুপি মূল্যের ফ্রি স্মার্ট ব্যান্ড এবং ২ হাজার ৯৯০ রুপি মূল্যের ব্যাক কভার ফ্রি দিচ্ছে।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এটি এইচটিসি ওয়ান (এম ৮) এবং স্যামসাং গ্যালাক্সি এস-৫ এর সঙ্গে প্রতিযোগিতা করবে। গত ৬ মাস আগে সনি বাজারে ছেড়েছিল সনি এক্সপেরিয়া জেড-১। এটিরও দাম ধরা হয়েছিল ৪৯ হাজার ৯৯০ রুপি।
এক্সপেরিয়া জেড-২ এর রয়েছে ৫.২ ইঞ্চি ফুল এইচডি আইপিএস স্ক্রিন, ২০.৭ এমপি ক্যামেরা ও ৩ জিবি র্যামসহ আরো বিভিন্ন ধরনের উন্নতমানের সুযোগ-সুবিধা।
(ঢাকাটাইমস/১৩মে/এসইউএল/জেএস)