ঢাকা: প্রযুক্তির এই যুগে কোনো কাজই কঠিন নয়। খুব সহজে ও কম সময়ে সবকিছুই করা সম্ভব। এবার বাজারে এলো গর্ভবতী মায়েদের জন্য সহায়ক কিছু নতুন অ্যাপ। মোবাইলে এসব অ্যাপ ব্যবহার করে গর্ভবতী মা তার গর্ভের সন্তানের অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক খোঁজখবর রাখতে পারবে।
সন্তান কেমন আছে, কি করছে, পেটের মধ্যে কবার লাথি মারছেÑ সবই জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। এসব অ্যাপের মধ্যে উল্লেখযোগ্য হলো বেবিবাম্প, বেলাবিট ও ওয়েবএমডি।
বেবিবাম্প অ্যাপ বিনামূল্যে অথবা শর্তসাপেক্ষে ৪ ডলারের মাধ্যমে ডাউনলোড করা যায়। এটি অ্যাপল ও অ্যানড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যায়। ওয়েবএমডি অ্যাপ অ্যাপল ডিভাইসের জন্য ফ্রি। অন্যদিকে বেলাবিট অ্যাপও অ্যাপল এবং অ্যানড্রয়েড ডিভাইসের জন্য ফ্রি। তবে এর জন্যে ১২৯ ডলার মূল্যের একটি হার্ট মনিটরের প্রয়োজন হবে।
(ঢাকাটাইমস/১৩মে/এসইউএল/জেএস)