logo ০৪ মে ২০২৫
বাংলালিংক এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মে, ২০১৪ ২০:৪৬:৩৯
image

ঢাকা: দেশের ২য় বৃহত্তম মোবাইল টেলিকম অপারেটর বাংলালিংক সম্প্রতি গ্রাহকদের এক ছাদের নিচে সবধরনের উন্নতমানের মানের সেবা প্রদানের লক্ষ্যে যমুনা ফিউচার পার্কে একটি এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করেছে।


উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, রেগুলেটরি এন্ড লিগাল সিনিয়র ডিরেক্টর জনাব জাকিউল ইসলাম, র্মাকেটিং ডিরেক্টর জনাব সোলায়মান আলম, কাস্টমার কেয়ার ডিরেক্টর এরশাদ হোসাইন খান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জিয়াদ সাতারা কেন্দ্রটি পরিদর্শন করেন এবং কেক ও ফিতা কাটার মাধ্যমে এর উদ্বোধন করেন।


গ্রাহক সেবা ব্যতীত গ্রাহকরা এক্সপেরিয়েন্স সেন্টারের বুথ থেকে থ্রিজি সেবা এবং এর বৈশিষ্ট্যগুলো সরাসরি জানতে পারবেন।


অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জিয়াদ সাতারা বলেন, যমুনা ফিউচার পার্কে বাংলালিংকের এক্সপেরিয়েন্স সেন্টার আমাদের গ্রাহকদের জন্য একধরনের ওয়ান স্টপ সল্যুশন। এখান থেকে গ্রাহকরা সবধরনের উন্নত মানের সেবা পাবেন।


প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। কোম্পানিটির প্রায় দুই কোটি ৯০ লাখের মত গ্রাহক রয়েছে। এটি নেদারল্যান্ডভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।  


(ঢাকাটাইমস/২০মে/ এএসএ)