অ্যাপলের অ্যাপ্লিকেশন চলছে অ্যান্ড্রয়েডেই
ঢাকাটাইমস ডেস্ক
২০ মে, ২০১৪ ০০:৪৭:৩০

ঢাকা: স্মার্টফোন আর ট্যাবলেট পিসির বাজারে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেই চলছে অ্যান্ড্রয়েড। আর এর পরের অবস্থানটিতেই রয়েছে অ্যাপলের আইফোন এবং আইপ্যাড। উভয় ধরনের অপারেটিং সিস্টেমের জন্যই রয়েছে বিপুল পরিমাণ অ্যাপ্লিকেশনের ভাণ্ডার। অনেক অ্যাপ্লিকেশনের জন্যই অবশ্য রয়েছে উভয় ধরনের অপারেটিং সিস্টেমের আলাদা আলাদা সংস্করণ। তবে এর বাইরেও এমন অনেক অ্যাপ্লিকেশনই রয়েছে যেগুলো কেবল আইফোন বা আইপ্যাডেই চলে, সেগুলোকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতে চালানো যায় না। ইউনিভার্সিটি অব কলম্বিয়ার একদল গবেষক অবশ্য এই চিত্রটি বদলে দিতে অভিনব এক উদ্ভাবন করেছে। তাদের উদ্ভাবিত 'সিডার' নামের একটি সফটওয়্যার ব্যবহার করে এখন অ্যান্ড্রয়েড ডিভাইসেও ব্যবহার করা যাবে অ্যাপলের আইফোন ও আইপ্যাডের জন্য তৈরি সব অ্যাপ্লিকেশন। প্রোটোটাইপ পর্যায়ের সিডার অ্যাপ্লিকেশন সঠিকভাবেই এই কাজটি করে চলছে। সাধারণভাবে আইফোন বা আইপ্যাডের জন্য তৈরি অ্যাপ্লিকেশনকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতে ব্যবহারের কোনো সুযোগ নেই। এই সীমাবদ্ধতা সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকেই মেনে নিতে হয়। সেই সীমাবদ্ধতা অতিক্রম করার কাজটিই করেছে ইউনিভার্সিটি অব কলম্বিয়ার গবেষক দল। এক অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন অন্য অপারেটিং সিস্টেমে কাজ করানোর জন্য ভার্চুয়ালাইজেশন পদ্ধতি ব্যবহার করা হলেও তাতে ওই অ্যাপ্লিকেশনের পারফর্ম্যান্সে ঘাটতি দেখা যায়। এর জন্য সরাসরি অ্যান্ড্রয়েডের কার্নেল নিয়ে কাজ করেছে ছয় সদস্যের এই গবেষক দল। একটি নেক্সাস ৭ ডিভাইসে অ্যাপলের অ্যাপ্লিকেশনগুলো চালিয়ে দেখিয়েছে তারা। সাধারণ অ্যাপ্লিকেশনের সাথে সাথে ক্যামেরা, ব্লুটুথ এবং জিপিএস সিস্টেমের সাথে সম্পর্কিত অ্যাপ্লিকেশনগুলোও তারা চালিয়েছে। তবে এগুলোর পারফর্ম্যান্স তুলনামূলকভাবে ভালো নয়। এই সমস্যাগুলোকে অতিক্রম করার জন্যও কাজ করে যাচ্ছে তারা। তবে প্রোটোটাইপ পর্যায়ের সিডারকে এখনই বাণিজ্যিকভাবে বাজারজাত করার তেমন কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছে গবেষক দলটি।
(ঢাকাটাইমস/ ২০ মে/ এইচএফ/ ১২.৩৫ঘ.)