ঢাকা: দীর্ঘদিন ধরে বাজার হারানোর পর তা ফিরে পেতে কম দামের স্মার্টফোন ব্লাকবেরি জেড-৩ বাজারে ছেড়েছে মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্লাকবেরি। এর দাম নির্ধারণ করা হয়েছে ১৯১ ডলার। জেড-৩ এর ৫ ইঞ্চি স্ক্রিন রয়েছে।
বিশ্লেষকরা বলেছেন, বেশি দামের কারণেই বাজারে জনপ্রিয়তা হারিয়েছে ব্লাকবেরি। তাই বাজার ফিরে পেতে ব্লাকবেরি ‘জেড ১০’ ও ‘কিউ ১০’ ডিভাইসের চেয়ে এটির দাম কম ধরা হয়েছে।
ব্লাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্মার্টফোনটি প্রাথমিকভাবে ইন্দোনেশিয়ায় ছাড়া হয়েছে। এটি মালয়েশিয়া, ভারত, ফিলিপাইন, ভিয়েতনামসহ এশিয়ার মোট ছয়টি দেশে ছড়িয়ে দেওয়া হবে।
এর আগে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে ব্লাকবেরির রাজত্ব ছিল। কিন্তু এখন অ্যাপল ও স্যামসংসহ প্রতিযোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এটি বাজার হারিয়েছে।
(ঢাকাটাইমসে/ ১৮ মে/ জেডএ.)