logo ০৩ মে ২০২৫
নোকিয়ার নতুন স্মার্টফোনের উদ্বোধন সাকিবদের হাতে
ঢাকাটাইমস ডেস্ক
২৩ মে, ২০১৪ ০১:০৮:৩৫
image

ঢাকা: টানা বেশ কয়েকটি ম্যাচ হারের পর এখন স্রেফ জয়ের ধারা চলছে টিম কেকেআরের৷ স্বভাবতই তাই এখন খুশির হাওয়া নাইট শিবিরে৷ আইপিএল সেভেনে প্রায় অর্ধেক ম্যাচ দেশের বাইরে এবং ভারতের অন্যান্য শহরে  খেলার পর অবশেষে কলকাতায় পা রেখেছেন নারিন-শাকিবরা৷ আর এই শহরে পা দিয়ে প্রথম দু’টো ম্যাচেই বাজিমাত বেগুনী জার্সিদের৷ বৃহস্পতিবার বিরাটের আরসিবিকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে প্লে অফের টিকিট কনফার্ম করে ফেলেছেন নাইটরা৷ ম্যাচের পর টিম হোটেলে ফিরেই আবার সাকিব, নারিন, ইউসুফ, মর্কেলদের ছুটতে হল টিমের অফিশিয়াল স্পনসর মাইক্রোসফট নোকিয়ার অনুষ্ঠানে৷ সেখানে নোকিয়া তাদের নতুন অ্যান্ড্রয়েড সিরিজের হ্যান্ডসেট ‘নোকিয়া-এক্স এল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করল সাকিবদের হাতে দিয়েই৷


নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ‘নোকিয়া এক্সে’র ব্যাপক সাফল্যের পর এই সিরিজের নতুন মডেলের আত্মপ্রকাশ ঘটল বৃহস্পতিবার৷ ৫ ইঞ্চি আইপিএস ক্যাপাসিটিভ স্ক্রিন, ৫ মেগাপিক্সেল অটোফোকাস এলইডি ফ্ল্যাশসহ রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৭৬৮ এমবি র‌্যাম এবং ৪ জিবি ইন্টারনাল ও ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমোরিসহ এই নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিও ভারতের বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদী মাইক্রোসফট৷


(ঢাকাটাইমস/২৩মে/এএইচ)