ঢাকা: টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি রংপুরে থ্রিজি সেবা চালু করেছে। নর্থ-ওয়েস্ট জোনের জোনাল বিজনেস ম্যানেজার আব্দুর রহমান, জোনাল সেলস ম্যানেজার মুহাম্মদ মুজিবর রহমান থ্রিজি সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে একটি বর্ণিল এবং উৎসবমুখর র্যালি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা এবং বাংলাদেশে থ্রিজি নেটওয়ার্কের সম্প্রসারণ করা এয়ারটেলের প্রধান লক্ষ্য। এয়ারটেল বিশ্বাস করে, থিজি সেবার মাধ্যমে নতুন নতুন সুযোগের সৃষ্টি হবে এবং শহরে শিক্ষা এবং স্বাস্থ্যখাতে আরও উন্নতি হবে। এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বগুড়া, খুলনা, রাজশাহী, কক্সবাজারসহ দেশের গুরুত্বপুর্ণ শহরে থ্রিজি চালু করেছে।
এয়ারটেল সিইও এবং ম্যানেজিং ডাইরেক্টর ক্রিস টোবিট বলেন, এই সুবিধা চালুর মাধ্যমে উদ্ভাবন এবং দ্রুতগতির যোগাযোগের সুযোগ তৈরি হল। এর মাধ্যমে রংপুরের শিক্ষা এবং স্বাস্থ্যখাতের উন্নতির পাশাপাশি শহরের অর্থনীতিতেও পরিবর্তন আসবে। থ্রিজি প্রযুক্তি রংপুরে চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং এর মাধ্যমে রংপুরের জনগণ সারা বিশ্বের সাথে সংযুক্ত হল।
এয়ারটেল ২০১৪ সালের মধ্যবর্তী সময়ের মধ্যেই দেশের সব বিভাগীয় শহরে বাণিজ্যিকভাবে থ্রিজি চালুর লক্ষ্যে বদ্ধপরিকর। রংপুরের মেডিকেল পাকার মাথা, কোতয়ালী, রংপুর মেডিকেল কলেজ, বনানী, ধাব এমপি চেকপোস্ট, রাধাপল্লব, কটকিপাড়া, কেরানীপাড়া এবং কারমাইকেল কলেজ এলাকাসমূহে থ্রিজি চালু হয়েছে। এয়ারটেলের গ্রাহকরা *১২১*৭*৪# অথবা ১২১২ ডায়াল করে থ্রিজি এলাকাসমূহের তালিকা জানতে পারবেন।
এয়ারটেল বাংলাদেশের থ্রিজি সেবা শহর এবং মফস্বল এলাকার মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য তৈরি করা হয়েছে। এয়ারটেলের সেবা বিনোদন, ইনফোটেইনমেন্ট, এডুটেইনমেন্ট, এম-কমার্স, এম-হেলথ ইত্যাদিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। এই ক্যাটাগরিতে এয়ারটেল ইতোমধ্যেই সেরা সেবা দিচ্ছে।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের অন্যতম দ্রুততম অগ্রণি মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতি এয়ারটেল এর অঙ্গসংগঠন।
প্রতিষ্ঠানটি বিভিন্ন অভিনব মোবাইল সেবা প্রদান করে থাকে যার মধ্যে রয়েছে ভয়েস, ভ্যালু অ্যাডেড সার্ভিস, ডাটা ও এম কমার্স সেবা। এছাড়াও প্রতিষ্ঠানটির ব্যাপ্তি এবং ধারণক্ষমতার জন্য এর অত্যাধুনিক মোবাইল নেটওয়ার্ক উন্নয়নে বদ্ধপরিকর।
ভারতি এয়ারটেল লিমিটেড
বিশ্বের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতি এয়ারটেল এর এশিয়া ও আফ্রিকা জুড়ে ২০টি দেশে কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ভারতের নয়াদিল্লীতে অবস্থিত এবং গ্রাহক সংখ্যার ভিত্তিতে সমগ্র বিশ্বের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর প্রথম ৪টির মধ্যে এর অবস্থান।
ভারতে এর সেবাগুলোর মধ্যে টুজি, থ্রিজি এবং ফোরজি সেবার পাশাপাশি রয়েছে মোবাইল বানিজ্য সেবা, ফিল্ড লাইন, ডিএসএল ব্রডব্যান্ড, আইপিটিভি, ডিটিএইচ প্রভৃতি।
বিশ্বের অন্যান্য অঞ্চলে এয়ারটেল শুধুমাত্র টুজি, থ্রিজি এবং মোবাইল বানিজ্য সেবা দিয়ে থাকে। এপ্রিল ২০১৪ অনুযায়ী বিশ্বব্যাপী ভারতি এয়ারটেলের মোট গ্রাহক সংখ্যা ২৯৭ মিলিয়ন।
(ঢাকাটাইমস/২জুন/এএসএ)