logo ০৩ মে ২০২৫
চট্টগ্রামে বাংলালিংক কল সেন্টারের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ জুন, ২০১৪ ১৮:২৪:২৫
image

ঢাকা: দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল টেলিকম অপারেটর বাংলালিংক সম্প্রতি তার নতুন কল সেন্টারের উদ্বোধন করেছে বন্দরনগরী চট্টগ্রামে।


নতুন এ কল সেন্টারের ঠিকানা-আই আই ইউসি টাওয়ার, ৭ম তলা, প্লট নম্বর ৯, আগ্রাবাদ সি/এ, এস কে মুজিব রোড, চট্টগ্রাম।


উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আহমাদ ওয়াই হালিম, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, এইচ আর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর রিভেরা হো রাঠোর এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা কেন্দ্রটি পরিদর্শন করেন এবং কেক ও ফিতা কাটার মাধ্যমে এর উদ্বোধন করেন।


বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘চট্টগ্রামে বাংলালিংকের কল সেন্টার উদ্বোধন করা হয়েছে আমাদের গ্রাহকদের সর্বোৎকৃষ্ট মানের সেবা দেয়ার লক্ষ্যে।’


বাংলালিংকের কাস্টমার কেয়ার সমন্ধে আরো জানতে ভিজিট করুন:


http://www.banglalink.combd/en/customer-care/banglalink-sales-care-centers/


বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হলো বাংলালিংক। যাদের প্রায় দুই কোটি ৯০ লাখের মত গ্রাহক রয়েছে। বাংলালিংক হচ্ছে নেদারল্যান্ড্স ভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।  


(ঢাকাটাইমস/০৩ জুন/এজে)