টিজেন নিয়ে এল স্যামসাং
ঢাকাটাইমস ডেস্ক
০৩ জুন, ২০১৪ ০০:৪৭:৫৭

ঢাকা: স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একাধিপত্যের অবসান ঘটাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকেই। স্যামসাং নিজেও টিজেন নামে নিজেদের একটি অপারেটিং সিস্টেম উন্নয়নের কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরেই। কয়েকমাস আগেই টিজেন অপারেটিং সিস্টেমের আনুষ্ঠানিক ঘোষণাও দেয় তারা। এবারে আনুষ্ঠানিকভাবে তারা অবমুক্ত করেছে টিজেন অপারেটিং সিস্টেম পরিচালিত স্মার্টফোন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে চলমান টিজেন ডেভেলপারস কনফারেন্সে এটি প্রদর্শন করে স্যামসাং। এর নাম দেওয়া হয়েছে 'স্যামসাং জেড'। আসছে জুলাই মাসে রাশিয়ার বাজারে এর বিক্রি শুরু হবে। এরপর ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। এই ফোনে রয়েছে ৪.৯ ইঞ্চি এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ২.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ৮ মেগাপিক্সেল রেয়ার ও ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টুডি ও থ্রিডি গ্রাফিক্সের মতো সব ফিচার। স্যামসাংয়ের গ্যালাক্সি এস৫-এর মতো এতেও থাকছে আল্ট্রা পাওয়ার সেভিং সুবিধা। এর দাম সম্পর্কে অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি স্যামসাং। আর এর জন্য নিজস্ব টিজেন স্টোরও চালু করবে স্যামসাং, যেখানে থাকবে টিজেন ফোনের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন। অবশ্য স্মার্টফোন ছাড়াও ট্যাবলেট পিসি, স্মার্ট হাতঘড়ির মতো সব পরিধেয় গ্যাজেটের জন্যও কাজ করবে টিজেন। ধীরে ধীরে বিশ্ব যেভাবে পরিধেয় প্রযুক্তি পণ্যের দিকে ধাবিত হচ্ছে, তাতে নিজেদের অবস্থানকে সংহত করতেই স্যামসাং নিজস্ব অপারেটিং সিস্টেমের দিকে ঝুঁকে পড়েছে বলে মন্তব্য করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। মজিলার ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের পর টিজেনের এই আবির্ভাবে অ্যান্ড্রয়েডের বাজারে খানিকটা হলেও প্রভাব পড়বে বলে মন্তব্য তাদের।
(ঢাকাটাইমস/ ৩ জুন/ এইচএফ/ ১২.৩৮ঘ.)