logo ০৩ মে ২০২৫
কম দামে রবির ৩.৫জি সার্ভিস
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুন, ২০১৪ ১১:২২:০৭
image


ঢাকা: গ্রাহকদের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এবার ২জি প্রযুক্তির দামেই ৩.৫জি ইন্টারনেট সেবা চালু করল রবি আজিয়াটা লিমিটেড। এখন থেকে যেকোনো ৩জি ফোন থেকে ৩.৫জি প্রযুক্তির এ সেবা পাওয়া যাবে। এর মাধ্যমে ভিডিও কল করা ও টিভি দেখাসহ উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। এছাড়া সরাসরি টেলিভিশন সম্প্রচারও দেখা যাবে, যেটি আগে সম্ভব হয়নি।

রবি ৩.৫জি প্রযুক্তি হচ্ছে ৩জি প্রযুক্তির একটি উন্নত ভার্সন। এটি গ্রাহককে ২১এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। ৩জিতে এই গতি ছিল ৩৮ কেবিপিএস। এই অঞ্চলে গড় ডাটা ডাউনলোড গতি হচ্ছে ১-৩ এমবিপিএস।

রবি কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের মধ্যে ৩.৫জি নিয়ে একটি ধারণা আছে যে, এটি অনেক ব্যয়বহুল। এই ধারণার পরিবর্তন ঘটাতেই কম দামে এই সেবা চালু করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৯ জুন/এসইউএল/ এআর/ ঘ.)