logo ০৩ মে ২০২৫
সবচেয়ে পালতা ৪-জি ফোন আনল অপ্পো
ঢাকাটাইমস ডেস্ক
১১ জুন, ২০১৪ ০০:১৪:৪৪
image

ঢাকা: চিনের রাজধানী বেজিংয়ে মঙ্গলবার সবচেয়ে পালতা ৪-জি ফোন লঞ্চ করা হলো। চিনা কোম্পানি অপ্পো ওই নতুন ফোন বানিয়েছে।


নতুন এ ফোন ৬.৩ মিমি পাতলা। অপ্পো তাদের আর সিরিজে এ ফোন তৈরি করেছে। ফোনটি কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৪০০ প্রেসেসরে চলে। এটি অ্যান্ড্রয়েড ফোন এবং এতে ১ জিবি র‍্যাম ও ৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা রয়েছে।


এ ফোনের রেয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল। এছাড়া এতে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এ ফোনের একটি নতুন চমক হলো, এতে এমন এক ভিডিও ফিচার রয়েছে যার সাহায্যে ব্যবহারকারীরা ফটো ও ভিডিও দুটি মিলিয়ে অনলাইনে আপলোড করতে পারবেন। এতে ৩.৫ এমএম অডিও জ্যাক রয়েছে।


তাছাড়া ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএসের সুবিধাও রয়েছে। এ ফোনের দাম প্রায় ২১,৮৮০ টাকা।


দুটি রঙেই আপাতত এ ফোনটি পাওয়া যাবে। তবে ভারতের বাজারে কবে এ ফোন পা রাখবে তা এখনো কোম্পানি সূত্রে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।


(ঢাকাটাইমস/১১ জুন/এজে)