logo ০৩ মে ২০২৫
সেরা কর্মচারীদের পুরস্কৃত করল বাংলালিংক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জুন, ২০১৪ ১৯:২২:০৮
image

ঢাকা: সম্প্রতি বাংলালিংক এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে যেখানে গত এক বছরে বিভিন্ন ক্ষেত্রে সেরা নৈপূণ্য প্রদর্শনকারী কর্মচারীদের পুরস্কৃত করা হয়।


অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে। নৈপূণ্য সম্বলিত একটি সংস্কৃতি প্রচলনের উদ্দেশে এ প্রথম বাংলালিংক ‘এমপ্লয়ি অ্যাওয়ার্ডস প্রোগ্রাম ২০১৪’ শীর্ষক এ প্রথা চালু করেছে।


বিগত নয় বছরে বাংলালিংক নিত্যনতুন পণ্যসেবা উদ্ভাবন, গতিময়তা ও উৎকর্ষতার মাধ্যমে উল্লেখযোগ্য হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রতিষ্ঠানের কর্মীরা সর্বোত্তম নিষ্ঠা, অক্লান্ত পরিশ্রম ও নৈপূণ্য প্রদর্শনের ফলশ্রুতিতেই এ সাফল্য এসেছে।


প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় উৎকর্ষ সাধনের পাশাপাশি বাংলালিংকের সব কর্মী দলগত ও ব্যক্তিগত উদ্যমে কাজ করায় সাফল্য ত্বরান্বিত হয়েছে। এভাবে সব কর্মী নিজ নিজ কার্যক্রমে নৈপূণ্য প্রদর্শনের ফলেই মূলত বাংলালিংক নিত্যনতুন পণ্য-সেবা নিয়ে আসতে ও প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।


কর্মীদের মধ্য থেকে সেরাদের নমিনেশন বা মনোনয়ন সংগ্রহ বা নির্বাচিত করার জন্য বাংলালিংকের সব বিভাগের প্রতিনিধি নিয়ে জুরি বোর্ড গঠন করা হয়। এক্ষেত্রে ২০১৩ সালে সব কর্মীর মধ্যে প্রাতিষ্ঠানিক নিয়মকানুন ও আচরণবিধি মেনে চলার প্রবণতা, প্রকল্প বা কাজের সফলতা, কোম্পানির আয় বৃদ্ধিতে অবদান ও ব্যয় সাশ্রয় ইত্যাদি মূল্যায়ণ করে নমিনেশন বা মনোনয়ন নিশ্চিত করা হয়েছে।


এ বছর চারটি শ্রেণিতে এ পুরস্কার দেয়া হয়। বছরের বেস্ট এমপ্লয়ি বা সেরা কর্মী (গোল্ড ও সিলভার), বেস্ট লিডার বা সেরা নেতা, বেস্ট ইনোভেটর বা সেরা উদ্ভাবক ও বেস্ট রিজিয়ন বা সেরা অঞ্চল।


এমপ্লয়ি অব দ্য ইয়ার শ্রেণিতে স্বর্ণপদক পেয়েছেন মো. মাজিদ উল আলম, বিএসএস অ্যাসোসিয়েট ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং; সিলভার পুরস্কার পান মো. মাহবুবুল আলম ভূইয়া, হেড অব মাস মার্কেট অ্যান্ড লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ, মার্কেটিং।


লিডার অব দ্য ইয়ার শ্রেণিতে স্বর্ণপদক পেয়েছেন আবদুস সাবুর, সাপ্লাই চেইন ডেপুটি ডিরেক্টর, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স। ইনোভেটর অব দ্য ইয়ার বা বছরের সেরা উদ্ভাবক শ্রেণিতে পুরস্কার পেয়েছেন মুহাম্মদ হাসান, প্রডাক্ট অ্যান্ড সার্ভিসেস ডেপুটি ম্যানেজার, প্রডাক্ট অ্যান্ড সার্ভিসেস।


বছরের বেস্ট রিজিয়ন বা সেরা অঞ্চল শ্রেণিতে পুরস্কার পেয়েছে বগুড়া অঞ্চল। আর এ পুরস্কারটি তুলে দেয়া হয় হেড অব মাস মার্কেট সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সেলস মারুফ মিজানের হাতে। এ পুরস্কার প্রদানের মাধ্যমে ২০১৩ সালে কোম্পানির ব্যবসায়িক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মীদের স্বীকৃতি দেয়া হয়।


পুরস্কার বিতরণ অনুষ্ঠানটির উপস্থাপনা করেন বাংলালিংকের চিফ ইনফর্মেশন অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স অফিসার, নিজার এল-আসাদ ও খ্যাতনামা উপস্থাপক নাভিদ মাহমুদ। অনুষ্ঠানে মুকাভিনয় ও সঙ্গীত পরিবেশন করা হয়।


অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা তার বক্তব্যে পুরস্কার বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাংলালিংকে কর্মনৈপূণ্যভিত্তিক সংস্কৃতি জোরদার করার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি কর্মীদের সবাইকে সর্বোচ্চ কর্মশক্তি দিয়ে কাজ করা এবং গ্রাহকদের পরবর্তী প্রজন্মের প্রযুক্তি সেবা প্রদানের প্রতিশ্রুতি নিবিড়ভাবে মেনে চলার মাধ্যমে বাংলালিংকের আয় বৃদ্ধিতে অবদান রাখার আহ্বান জানান।    


বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হলো বাংলালিংক; যাদের প্রায় দুই কোটি ৯০ লাখের মত গ্রাহক রয়েছে। বাংলালিংক হচ্ছে নেদারল্যান্ড্সভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।  


(ঢাকাটাইমস/১১ জুন/এজে)