দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১১ কোটি ৫৬ লাখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জুন, ২০১৪ ২০:৩৭:৩৮
ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘দেশে বর্তমানে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১১ কোটি ৫৬ লাখ।’
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে টেলিডেনসিটি ৭৭ দশমিক ৫২ শতাংশ এবং ইন্টারনেট ডেনসিটি ২৪ দশমিক ৩৭ শতাংশে উন্নীত হয়েছে।’
সরকারি দলের সদস্য নবী নেওয়াজের অপর এক প্রশ্নের উত্তরে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘বর্তমানে ডাক অধিদপ্তরের আর্থিক সঙ্গতি বিবেচনায় নতুন ডাকঘর খোলা আপাতত সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়েরও নিষেধাজ্ঞা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে, পরবর্তীতে নতুন ডাকঘর স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে।’
(ঢাকাটাইমস/১২ জুন/এজে)