logo ০২ মে ২০২৫
স্যামসংয়ের দুটি সস্তা স্মার্টফোন লঞ্চ
ঢাকাটাইমস ডেস্ক
০২ জুলাই, ২০১৪ ০০:০১:৩৪
image

ঢাকা: কোরিয়ান কোম্পানি স্যামসং একসঙ্গে দুটি সস্তার স্মার্টফোন বাজারে এনেছে। একটি হলো গ্যালাক্সি ইয়ং-২ ও গ্যালাক্সি স্টার-২। দুটি ফোনেরই স্ক্রিনের মাপ ৩.৫ ইঞ্চি ও এক গিগাহার্ৎজ সিঙ্গেল কোর প্রসেসর।


ফোন দুটিই অ্যান্ড্রয়েড কিটক্যাটের মাধ্যমে চলে ও ডুয়াল সিম। এ ফোনের র‍্যাম ৫১২ এমবি ও এতে চার জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এ ফোন দুটির ব্যাটারি ১৩০০ এমএএইচ। এতে লেদার কভারও রয়েছে। এ ফোনগুলোতে আট গেমলোফ্ট গেম ফ্রিতে দেয়া রয়েছে।


গ্যালাক্সি ইয়ং-২ এর রেয়ার ক্যামেরা তিন মেগাপিক্সেল। এতে ৩.৫ অডিও জ্যাক ও এফএম রেডিও রয়েছে। এ ফোনটির ওজন ১০৮ গ্রাম। এছাড়া এ ফোনে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস ইত্যাদি ফিচারও রয়েছে।


গ্যালাক্সি স্টার-২ এর রেয়ার ক্যামেরা দুই মেগাপিক্সেল। এছাড়া অন্যান্য ফিচারগুলো গ্যালাক্সি ইয়ং-২ এর মতোই। তবে এ ফোনের ওজন সামান্য কম ১০৭.৬ গ্রাম। এ দুটি ফোন সাদা ও কালো রঙে পাওয়া যাবে। দুটি ফোনের বিক্রি শুরু হওয়ার আগেই এর দাম প্রকাশ করবে কোম্পানি।


(ঢাকাটাইমস/০১ জুলাই/এজে)