ক্যামেরার তিনটি নয়া মডেল আনল সনি
ঢাকাটাইমস ডেস্ক
০২ জুলাই, ২০১৪ ০০:০২:১৮
ঢাকা: ক্যামেরার বাজারে নিজেদের বিস্তার করতে জাপানি ইলেক্ট্রনিক কোম্পানি সনি ডিএসএলআর’র আল্ফা রেঞ্জ ও সাইবার শটের তিনটি নতুন মডেল লঞ্চ করেছে।
এ কোম্পানি ইন্টারচেঞ্জেবল লেন্স ক্যামেরার আল্ফা রেঞ্জে এ৭এস লঞ্চ করেছে যাতে প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য বেশ কিছু নতুন ফিচার সংযোজন করা হয়েছে।
এ৭এস এর দাম আপাতত ১.৫৪ লাখ টাকা নির্ধারিত করা হয়েছে এবং এটি জুলাই মাসের মাঝামাঝি থেকেই বাজারে মিলবে।
এছাড়া কোম্পানি সাইবার শটের যে তিনটি ক্যামেরা লঞ্চ করেছে তার দাম ৫৪,৯০০ টাকা। সাইবার শটের ক্যামেরাতেও বিভিন্ন ফিচার সংযোজন করেছে এ কোম্পানি।
(ঢাকাটাইমস/০১ জুলাই/এজে)