logo ০২ মে ২০২৫
ব্ল্যাকবেরি জেড থ্রি এখন বাজারে
ঢাকাটাইমস ডেস্ক
৩০ জুন, ২০১৪ ১০:৪৫:০৬
image


ঢাকা:কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি ভারতের বাজারে ছেড়েছে তাদের সর্বশেষ প্রস্তুতকৃত স্মার্টফোন ‘জেড থ্রি’। এটির দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৯৯০ রুপি। মটো জি, নকিয়া লুমিয়া ৬৩০ এবং মাইক্রোম্যাক্স নিউ ক্যানভাস উইন সিরিজকে পেছনে ফেলার জন্য জেড থ্রির দাম তুলনামূলকভাবে কম নির্ধারণ করা হয়েছে।

এ ফোনের রয়েছে ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ১.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২৫০০ এমএএইচ ব্যাটারি, ৫ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে ও ৮ জিবি ইন্টারনাল মেমোরিসহ নানা ধরনের উচ্চমাত্রার সুযোগ- সুবিধা।

২ জুলাই থেকে এটি ক্রেতাদের জন্য উন্মুক্ত করার কথা রয়েছে। এটি ব্ল্যাকবেরির স্টোরসহ সব ধরনের মোবাইল স্টোরে পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/ ৩০ জুন /এসইউএল/ এআর/ ঘ.)