logo ২৪ মে ২০২৫
সাইবার অপরাধ রোধে মাইক্রোসফটের নতুন পরিকল্পনা
ঢাকাটাইমস ডেস্ক
০৫ জুলাই, ২০১৪ ০১:৩৯:৪৬
image

ঢাকা: ক্রমবর্ধমান সাইবার অপরাধ রোধে নতুন পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ সফটওয়্যার নির্মাতা কোম্পানি মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি ডিজিটাল ক্রাইম ইউনিটের মাধ্যমে আগাম সাইবার আক্রমণের তথ্য প্রকাশ করবে। এছাড়া সম্ভাব্য আক্রমণ ঠেকাতে পার্সোনাল কম্পিউটার বা কোনো প্রতিষ্ঠানের সার্ভারের সঙ্গে হ্যাকারদের যোগাযোগ বিচ্ছিন্ন করবে। সম্প্রতি মাইক্রোসফটের পক্ষ থেকে এক বিবৃতিতে এর সত্যতা নিশ্চিত করা হয়। খবর রয়টার্স।


এ বিষয়ে মাইক্রোসফটের সহকারী উপদেষ্টা ডিজিটাল ক্রাইম ইউনিটের সদস্য রিচার্ড ডোমিনগুজ জানান, গত সোমবার যুক্তরাষ্ট্রের নেভাদার ফেডারেল কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে সাইবার অপরাধ রোধে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে বেশ কয়েকটি দেশের ডেভেলপারদের মধ্যে ম্যালিশাস ম্যালওয়্যার বা ক্ষতিকর ভাইরাস রোধে পরিকল্পনার লিখিত অনুলিপি প্রেরণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।


সম্প্রতি বিশ্বব্যাপী ক্ষতিকর ভাইরাস ছড়ানোর মধ্য দিয়ে সাইবার হামলার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেও সংশ্লিষ্ট হামলা রোধ করা সম্ভব হচ্ছে না। এছাড়া হ্যাকাররাও প্রতিনিয়তই তাদের হামলার ধরন পাল্টাচ্ছে। ফলে সাইবার হামলার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে পারছেন না বিশেষজ্ঞরা। এ কারণে তথ্যের নিরাপত্তায় প্রতি বছর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্য হারে।


মাইক্রোসফটের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তা বসকোভিচের বিবৃতি অনুযায়ী, আগে শুধু পূর্ব ইউরোপে ক্ষতিকারক ভাইরাসের মাধ্যমে পার্সোনাল কম্পিউটার ও বিভিন্ন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠানে হামলা চালাত হ্যাকাররা। বর্তমানে বিশ্বব্যাপী সাইবার হামলার জন্য এ ক্ষতিকারক ভাইরাসগুলো ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি হার্টব্লিড বাগ ভাইরাসের মাধ্যমে বিশ্বব্যাপী অসংখ্য প্রতিষ্ঠান ও পার্সোনাল কম্পিউটারে হামলা চালায় হ্যাকাররা। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ণয় করতে পারেননি সাইবার বিশেষজ্ঞরা। এছাড়া সংশ্লিষ্ট হামলাকারীদের সম্পর্কেও কোনো তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি। মূলত এ কারণে সাইবার হামলা রোধে মাইক্রোসফটের নতুন পরিকল্পনা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা।


বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠানটির এ সেবার মাধ্যমে বিশ্বব্যাপী অসংখ্য কম্পিউটার ব্যবহারকারী সম্ভাব্য সাইবার হামলার সম্পর্কে আগাম তথ্য জানতে পারবে। ফলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় আগাম যথাযথ ব্যবস্থা নিতে পারবে গ্রাহকরা। বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, বর্তমানে সক্রিয় ক্ষতিকারক ভাইরাসগুলো শনাক্তকরণে মাইক্রোসফটের পরিকল্পনা কার্যকর ভূমিকা রাখবে।


(ঢাকাটাইমস/৫জুলাই/এমএম)