বাজারে এইচটিসি ডিজায়ার ৬১৬
ঢাকাটাইমস ডেস্ক
০৯ জুলাই, ২০১৪ ০০:৩৭:৩৭

ঢাকা: গত মার্চ মাসেই এইচটিসির স্মার্টফোন এইচটিসি ডিজায়ার ৬১৬ লিক হয়েছিল। এবার এ ফোনটি সিঙ্গাপুরের বাজারে নিয়ে আসা হয়েছে। নতুন এ ফোনটি অক্টাকোর প্রসেসরের সাহায্যে চলে। এর দাম মাত্র ১৪,৩৩৫ টাকা।
এইচটিসির হংকং ওয়েবসাইটে এটিকে তালিকাভুক্ত করা হয়েছে। চিনেও এটি লঞ্চ করা হবে এবং উত্তর ও দক্ষিণ এশিয়া এবং রাশিয়ার বাজারেও এ ফোনটি আনা হবে। কিন্তু এমনও শোনা যাচ্ছে, এইচটিসি তাদের নতুন এ ফোনটিকে এশিয়ার বাইরে কোথাও বিক্রি করতে নাও পারে। আপাতত এ ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সনেই চলবে।
কোম্পানির ওয়েবসাইটে লিস্টিং অনুযায়ী এইচটিসি ডিজায়ার ৬১৬য়ে ৭২০x১২৮০ রেডেলিউশন যুক্ত পাঁচ ইঞ্চি এইচটি ডিসপ্লে রয়েছে। ডুয়াল সিমের এ ফোন একটি পেগুলার সিম ও একটি মাইক্রো সিম সাপোর্ট করে।
ফোনটিতে ১.৪ গিগাহাৎর্জ অক্টাকোর প্রসেসর রয়েছে। এর র্যাম এক জিবি। ওয়েবসাইটে যদিও এর প্রসেসরের সম্পর্কে কোনো তথ্য দেয়া নেই। এ ফোনে আট মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এ ক্যামেরার সাহায্যে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে।
ইন্টারনাল মেমোরির সঙ্গে এ ফোনটিতে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে। এছাড়া ফোনটিতে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, জিপিআরএস ও থ্রিজি কানেক্টিভিটি রয়েছে। আপাতত কালো ও সাদা রঙেই এ ফোনটি পাওয়া যাবে। এতে ২০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
(ঢাকাটাইমস/০৯ জুলাই/এজে)