ঢাকা: দেশের টেলিকম খাতের অন্যতম প্রতিষ্ঠান গ্রামীণফোন মঙ্গলবার সাংবাদিকদের সম্মানে এক ইফতার পার্টির আয়োজন করে। রাজধানীর হোটেল রূপসী বাংলায় আয়োজিত এই অনুষ্ঠানে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ার, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়া গ্রামীণফোনের করপোরেট অ্যান্ড কমিউনিকেশনের প্রধান সৈয়দ তাহমীদ আজিজুল হক, গণসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত এক বক্তৃতায় সৈয়দ তাহমীদ আজিজুল হক বলেন, ‘গ্রামীণফোনের ডাকে দেশের বিশিষ্ট সাংবাদিকরা এখানে এসেছেন বলে আমরা আন্তরিকভাবে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশের গণমাধ্যমের সঙ্গে গ্রামীণফোনে সুসম্পর্ক রয়েছে। এই সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে বলে আশা করছি।’
(ঢাকাটাইমস/ ১৫ জুলাই/ এইচএফ/ ঘ.)