ঢাকা: পকেটে ঘষা খেয়ে কিংবা হাত থেকে পড়ে গিয়ে আঁচড় লাগতে পারে আপনার প্রিয় ও পছন্দের মোবাইলটিতে। সেই আঁচড়র দাগ আপনাকে অনেক সময়ই কষ্ট দেয়৷ এবার তার হাত থেকে মুক্তি পেতে পারেন নিজের হাতেই।
দাগ দূর করার জন্য আটটি উপায় আপনার কাছেই রয়েছে৷ এই আটটি উপায় বাতলেছেন বিশিষ্ট প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশেবল।
তবে, উপায়গুলো প্রয়োগ করা আগে হ্যান্ডসেটটি অবশ্যই বন্ধ করে নিতে হবে। ডিভাইসের ভেতরে তরল পদার্থ চলে যাওয়া রোধ করতে হেডফোন, চার্জার ও অন্যান্য পোর্টগুলোও সিল করে নিতে হবে।
টুথপেস্ট
এক টুকরো তুলো অথবা একটুকরো নরম সুতি কাপড়ে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে আঁচড় পড়া স্থানে আলতোভাবে ঘষে দাগ দূর করা সম্ভব। দাগ উঠে গেলে আরেকটি ভেজা কাপড় দিয়ে বাড়তি টুথপেস্ট মুছে ফেলতে হবে। তবে, শর্ত হল জেলজাতীয় টুথপেস্ট ব্যবহার করা যাবে না।
গাড়ির আঁচড়ের দাগ দুর করার ক্রিম মোবাইলের দাগ উঠাতে টার্টল ওয়্যাক্স, ৩এম স্ক্র্যাচ ও সোয়ার্ল রিমুভার ব্যবহার করা যাবে। একটুকরো নরম কাপড়ে ক্রিম নিয়ে আঁচড়ের উপর প্রয়োগ করতে হবে।
শিরিষ কাগজ:
মোবাইলের ট্যাপ খাওয়া অংশগুলোকে মসৃণ করতে ব্যবহার করা যেতে পারে শিরিষ কাগজ। তবে, যতটা সম্ভব মসৃণ শিরিষ কাগজ ব্যবহার করা উচিৎ। খুব সাবধানে অনুসরণ করতে হবে পদ্ধতিটি৷ নয়তো তা আরও বেশি আঁচড়ের কারণ হতে পারে।
বেকিং সোডা:
একটি পাত্রে দু’ভাগ বেকিং সোডা ও এক ভাগ জল মিশিয়ে পেস্ট তৈরি করে পরিষ্কার নরম কাপড় দিয়ে আঁচড়ের উপর প্রয়োগ করতে হবে। পরে আরেকটি পরিষ্কার কাপড় দিয়ে পেস্ট মুছে ফেলতে হবে।
বেবি পাউডার:
বেকিং সোডার বদলে বেবি পাউডার ব্যবহার করেও স্ক্র্যাচ রিমুভার পেস্ট তৈরি করা যাবে, প্রয়োগ করতে হবে একই পদ্ধতিতে।
ভেজিটেবল ওয়েল:
ছোট স্ক্র্যাচের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ভেজিটেবল ওয়েল। আঁচড়ের উপর এক ফোটা ওয়েল নিয়ে মুছে ফেলতে হবে।
ডিম ও পটাশিয়াম অ্যালুমিনিয়ামের মিশ্রণ:
সসপ্যানে একটি ডিম ও এক চা চামচ পটাশিয়াম অ্যালুমিনিয়াম নিয়ে ১৫০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গরম করতে হবে। এরপর একটুকরো পলেস্টার বা নাইলনের তৈরি কাপড়কে এই মিশ্রণে ভিজিয়ে ওভেনে ৩০০ ডিগ্রি তাপমাত্রায় শুকাতে হবে। ওভেনে শুকানোর ক্ষেত্রে কাপড়টিকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে নিতে হবে। কাপড়টি শুকিয়ে গেলে ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে ২০-৩০ সেকেন্ড। উপোরক্ত ধাপগুলো তিনবার অনুসরণের পর কাপড়টিকে ৪৮ ঘণ্টা বাতাসে রেখে শুকিয়ে নিতে। এবার কাপড়টি দাগ তোলার কাজে ব্যবহার করতে হবে।
ব্রাসো, সিলভো ও অন্যান্য পলিশ:
পলিশ ভেজানো তোয়ালে দিয়ে আঁচড়যুক্ত স্থানটি মুছে নেয়া যেতে পারে। তবে, স্ক্রিনে ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ পলিশ স্ক্রিনের কোটিং নষ্ট করে।
(ঢাকাটাইমস/ ১৯জুলাই/ টিএ/এএসএ)