logo ০২ মে ২০২৫
বাজারে আসছে স্যামসং আলফা
ঢাকাটাইমস ডেস্ক
১৬ জুলাই, ২০১৪ ০০:২৯:৩৭
image

ঢাকা: আইফোন-৬ যখন বাজারে আসার অপেক্ষা করছে তখন কোরিয়ান মোবাইল কোম্পানি স্যামসং আইফোন-৬ কে টেক্কা দেয়ার প্রস্তুতি নিচ্ছে।


আইফোনকে টেক্কা দিতে স্যামসং মেটালিক বডিওয়ালা স্যামসং আলফা বাজারে আনতে চলেছে। যদিও এর আগে স্যামসং এ ফোনকে গ্যালাক্সি এস-৫ প্রাইম নাম দিয়ে বাজারে আনছিল।


স্যামসং তাদের এ নতুন ফোন আগামী আগস্ট মাসেই বাজারে নিয়ে আসবে যদিও অ্যাপেলেই আইফোন সেপ্টেম্বরের দিকে বাজারে আসবে।


আইফোনের একমাস আগেই স্যামসং এ ফোন বাজারে এনেই তাদের পুরোনো যুদ্ধকে আরও একবার উসকে দেবে সে কথা বলাই যায়।


অ্যাপেলের নতুন ফোনের স্ক্রিনের মাপ ছয় ইঞ্চি রাখা হয়েছে এবং এতে প্রচুর নতুন ফিচার্স সংযোগ করা হয়েছে। যদিও দুই কোম্পানির ঠান্ডা লড়াইয়ে মোবাইল গ্রাহকদেরই সুবিধা বেড়ে যাচ্ছে।


(ঢাকাটাইমস/১৬ জুলাই/এজে)