logo ০২ মে ২০২৫
বাজারে এল এলজির এল৭০ স্মার্টফোন
ঢাকাটাইমস ডেস্ক
১৬ জুলাই, ২০১৪ ০০:২২:৫৩
image

ঢাকা: বাজারে এল এলজির নতুন স্মার্টফোন এল৭০। এ স্মার্টফোনটিতে আছে ৪.৫ ইঞ্চির স্ক্রিন ও অ্যান্ড্রয়েডের নতুন ভার্সান ৪.৪ কিটক্যাট।


এছাড়া সাড়ে নয় মিলিমিটার পুরু এ স্মার্টফোনে আছে কোয়ালকমের স্নাপড্রাগন ২০০ চিপসেট, ১.২ জিগাহার্টজ কর্টেক্স এ-৭ প্রসেসর, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি ইনবিল্ট মেমোরি এবং ৩২ জিবি এক্সটারনাল মেমোরি ইত্যাদি।


স্মার্টফোনটিতে পাওয়া যাবে ওয়াইফাই ও ব্লুটুথের সুবিধা। স্মার্টফোনটিতে রয়েছে ২১০০ এমএএইচ ব্যাটারি। ফলে দীর্ঘক্ষণ কথা বললেও শেষ হবে না ফোনটির চার্জ।


দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপের সুবিধার জন্য অনেক গ্রাহকেরই মন কাড়বে এ ফোনটি, বলে আশাবাদী সংস্থা। আপাতত সাদা ও কালো দুটি রঙে পাওয়া যাচ্ছে এ স্মার্টফোনটি।


সংস্থা থেকে জানান হয়েছে, এ স্মার্টফোনটির দাম ১৪ হাজার ৯৯০ টাকা।


(ঢাকাটাইমস/১৬ জুলাই/এজে)