logo ০১ মে ২০২৫
বাজারে লুমিয়ার ৫৩০-এর ডুয়েল ফোন
ঢাকাটাইমস ডেস্ক
২৯ জুলাই, ২০১৪ ০০:০৮:০৮
image

ঢাকা: বাজারে আসতে চলেছে লুমিয়ার নতুন ৫৩০ নতুন ভার্সন। ডুয়েল সিমের সুবিধা রয়েছে এ ফোনে।


উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের এ ফোনে থাকছে ৮৫৪x৪৮০ রেজুল্যেশনসহ ৪ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ২০০ চিপসেট, ১.২ জিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর ও ৫১২ এমবি র‍্যাম।


৪ জিবি ইন্টারনাল মেমোরির এ ফোনে থাকছে ১২৮ জিবি পর্যন্ত এক্সটারনাল মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা। পাশাপাশি এ ফোনে রয়েছে ১৪৩০ এমএএইচ ব্যাটারি।


এছাড়া ফোনটিতে আছে এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, ব্লুটুথ, ওয়াইফাই, এ-জিপিএস, থ্রিজির সুবিধা।


আপাতত সাদা, ধূসর, কমলা ও সবুজ এ চার রঙে পাওয়া যাবে লুমিয়া ৫৩০। সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, ফোনটির দাম হতে পারে ১১৫ মার্কিন ডলার।


(ঢাকাটাইমস/২৮ জুলাই/এজে)