logo ০১ মে ২০২৫
বাজারে আসুসের নতুন ট্যাবলেট
ঢাকাটাইমস ডেস্ক
২৮ জুলাই, ২০১৪ ২০:৩৭:২৭
image

ঢাকা: বাজারে এল আসুসের সেভেন সিরিজের এফই১৭০সিজি মডেলের নতুন ট্যাবলেট পিসি। ৭ ইঞ্চির মাল্টি টাচ ডিসপ্লের এ ট্যাবলেটে আছে ইন্টেল অ্যাটম ২৫২০ প্রসেসর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.৩ জেলিবিন।


এছাড়া থাকছে এক জিবি র‍্যাম, ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর সামনে থাকছে ভিজিএ ক্যামেরা।


ট্যাবটিতে রয়েছে ডুয়েল সিম ব্যবহার এবং থ্রিজি কল করার সুবিধা। এ ট্যাবলেট পিসির বিল্ট-ইন মেমোরি ৮ জিবি এবং ৬৪ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা। এ ট্যাবটির দাম পড়বে প্রায় ১৪৫০০ টাকা।


(ঢাকাটাইমস/২৮ জুলাই/এজে)