logo ০১ মে ২০২৫
বাজারে নতুন রূপে ম্যাকবুক
ঢাকাটাইমস ডেস্ক
৩১ জুলাই, ২০১৪ ২১:১৮:০৫
image

ঢাকা: বাজারে নতুন রূপে আসতে চলেছে অ্যাপলের ম্যাকবুক প্রো নোটবুক। এ নোটবুকে থাকছে হাই রেজোল্যুশন ১৩ ইঞ্চির ডিসপ্লে স্ক্রিন, উন্নত মানের ২.৬ গিগাহার্টজ আই কোর ৫ প্রসেসর, ৮ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ফ্ল্যাশ স্টোরেজ।


এ ম্যাকবুকটি কিনতে দাম পড়বে প্রায় ২১৯৯ ডলার। তবে গ্রাহকরা চাইলে তাদের স্টোরেজ ১ টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।


গ্রাহকরা যদি ১২৮ জিবি বা ২৫৬ জিবি ফ্ল্যাশ স্টোরেজের ম্যাকবুক কেনেন তাহলে তার দাম পড়বে ১৫৯৯ ডলার ও ১৮৪৯ ডলার।


অ্যাপেলের অপেক্ষাকৃত পুরনো মডেলগুলোর দাম কমানো হয়েছে প্রায় ১০০ ডলার। বাজারে নতুন আসা এ ম্যাকবুকটি গ্রাহকদের নজর কাড়বে বলে আশাবাদী অ্যাপেল।


(ঢাকাটাইমস/৩১ জুলাই/এজে)