ঢাকা:মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাপল-এর সাবেক প্রধান নির্বাহী জন স্কুলির ‘ওবি মোবাইল’ এবার বাজারে ছেড়েছে স্মার্টফোন অক্টোপাস এস৫২০। মূলত কোম্পানিটি এর মাধ্যমে ভারতের বাজারে প্রবেশ করেছে।
দেশটির বাজারে এটির দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯৯০ রুপি। এটি অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘¯œাপডিল’ থেকেও কেনা যাবে।
এই ফোনের রয়েছে ৫ ইঞ্চি এইচডি আইপিএন স্ক্রিন, ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল মেমোরি, মাইক্রোএসডি কার্ড স্লট, মিনি এবং মাইক্রো সিম ব্যবহারের সুবিধা, ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১৮০০ এমএএইচ ব্যাটারি।
অক্টোপাস এস৫২০ ইনটেক্স, মাইক্রোম্যাক্স, কার্বন, মটো জি ও জিয়াওমির এমআইথ্রির সঙ্গে প্রতিযোগিতা করবে। মূলত এটির ভিন্ন ডিজাইন মানুষকে আকর্ষণ করবে।
(ঢাকাটাইমস/০৩ আগস্ট /এসইউএল/ এআর/ ঘ.)