logo ০১ মে ২০২৫
বাজারে ফ্লাগশিপ স্মার্টফোন জি৩
ঢাকাটাইমস ডেস্ক
০২ আগস্ট, ২০১৪ ১১:১৮:১৩
image


ঢাকা: দক্ষিণ কোরিয়াভিত্তিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এলজি দীর্ঘ প্রতীক্ষার পর এবার বাজারে ছেড়েছে ফ্লাগশিপ স্মার্টফোন জি৩। এর দুটি সংস্করণ রয়েছে। একটি হলো ১৬ জিবি ও অন্যটি হলো ৩২ জিবি।

ভারতের বাজারে ১৬ জিবি সংস্করণের দাম ধরা হয়েছে ৪৭ হাজার ৯৯০ রুপি এবং ৩২ জিবি সংস্করণের দাম ধরা হয়েছে ৫০ হাজার ৯৯০ রুপি। এটির গায়ের রং হবে  তিন ধরনের। এগুলো হলো ধাতব রুপালি, সিল্ক সাদা ও সোনালি।

এই ফোনের রয়েছে ৫.৫ ইঞ্চি কোয়াড-এইচডি আইপিএস ডিসপ্লে, ৩ জিবি র‌্যাম, মাইক্রোএসডি কার্ড স্লট, ৩২ জিবি মেমোরি, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৩ হাজার এমএইচ ব্যাটারিসহ আরো নানা ধরনের সুযোগ-সুবিধা।

(ঢাকাটাইমস/ ০২ আগস্ট /এসইউএল/ ঘ.)