logo ০১ মে ২০২৫
পরকীয়া ঠেকাবে অ্যাপ
ঢাকাটাইমস ডেস্ক
০১ আগস্ট, ২০১৪ ২২:৫১:৫৪
image


ঢাকা:বিয়ের পর স্বামী অন্য মেয়ের সঙ্গে বা স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্ক করে এমন খবর আমাদের চারপাশে হরহামেশাই শোনা যায়। এ কারণে আজ পর্যন্ত কত পরিবার  যে ধ্বংস হয়েছে তার কোনো হিসাব নেই। এমন অনেকে আছে যারা দুধের বাচ্চা রেখেও অন্যের সঙ্গে পালিয়ে যায়।

এ সব ভয়াবহ অভিশাপের হাত থেকে মানুষকে মুক্তি দিতে সম্প্রতি লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান এমস্পাই তৈরি করেছে ‘এমকাপল’ নামক একটি অ্যাপ। এই অ্যাপ আপনার স্বামী বা স্ত্রী বাইরে কার সঙ্গে কি করছে সে সম্পর্কে জানাবে।

এই অ্যাপ আপনার সঙ্গী বা সঙ্গিনীর সব ফোনালাপ, টেক্সট এবং ই-মেইল সম্পর্কে জানতে সাহায্য করবে। তাছাড়া ফেসবুক ও টুইটারে সে কি ছবি শেয়ার করছে বা কারো সঙ্গে গোপন সম্পর্ক রক্ষা করছে কি না সে সম্পর্কেও জানাবে।

(ঢাকাটাইমস/ ০১ আগস্ট /এসইউএল/ এআর/ ঘ.)