বাজারে আসছে নকিয়া-১৩০
ঢাকাটাইমস ডেস্ক
১২ আগস্ট, ২০১৪ ১৯:৫১:৪৯
ঢাকা: মাইক্রোসফট কোম্পানি আগামী সেপ্টেম্বরে বিশ্ব্যাপী বাজারে ছাড়তে যাচ্ছে তাদের নতুন ফোন নকিয়া-১৩০। এটির দাম ধরা হবে ১৯ ইউরো। এই মডেলের এক সিম ও ডুয়াল সিমের ফোন পাওয়া যাবে। এটির গায়ের রঙ হবে লাল, সাদা ও কালো।
এই ফোনের রয়েছে, ১.৮ ইঞ্চি কিউকিউভিজিএ স্ক্রিন, এমপি৩ প্লেয়ার, মাইক্রোএসডি কার্ড স্লট, ফ্লাশলাইট ও এফএম রেডিও, ব্লুটুথ ৩.০, ১০২০ এমএইচ ব্যাটারিসহ নানামাত্রিক সুযোগ সুবিধা।
কোম্পানি দাবি করেছে, এই ফোনে একবার ফুল চার্জ দিয়ে ৪৬ ঘণ্টা অডিও গান শোনা যাবে অথবা ১৬ ঘণ্টা ভিডিও দেখা যাবে।
গত মাসে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা আর নকিয়া ফিচার ফোন তৈরি করবেন না। তারপরও এবার তারা এই ফিচার ফোন চালুর ঘোষণা দিল।
(ঢাকাটাইমস/১২ আগস্ট/এসইউএল/এএসএ)