logo ০৪ আগস্ট ২০২৫
বাজারে আসছে এসারের নয়া ট্যাব
ঢাকাটাইমস ডেস্ক
১৯ আগস্ট, ২০১৪ ২২:১০:২৬
image

ঢাকা: বাজারে আসতে চলেছে এসারের নয়া ট্যাব আইকোনিয়া ওয়ান ৭ বি ওয়ান ৭৩০। সাত ইঞ্চির এই ট্যাবটিতে থাকছে ৪.২ অ্যান্ড্রয়েড জেলিবিন যেটি ৪.৪.২ কিটক্যাট পর্যন্ত আপগ্রেড যেতে পারে।


ট্যাবটিতে থাকছে ১.৬ জিগাহার্টজ ডুয়ালকোর ইন্টেল অ্যাটম প্রসেসর, এক জিবি র‍্যাম, আট জিবি ইন্টারনাল স্টোরেজ এবং এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানোর সুবিধা। এছাড়া ট্যাবটিতে রয়েছে ৩৭০০ এমএএইচ ব্যাটারি।


সংস্থাটির পক্ষ থেকে জানান হয়েছে, ট্যাবটির দাম পড়তে পারে ৭৮০০ টাকা।


(ঢাকাটাইমস/১৯ আগস্ট/এজে)