logo ০১ মে ২০২৫
কম দামে হেডফোন আনল সনি
ঢাকাটাইমস ডেস্ক
১৫ আগস্ট, ২০১৪ ০০:২৩:৫৫
image

ঢাকা: মধ্যবিত্তের নাগালের মধ্যে দুটি নতুন হেডফোন বাজারে আনল সোনি। হেডফোনগুলোর দাম শুরু হচ্ছে ৭৯০ টাকা থেকে।


এমডিআর-এক্স বি ৪৫০ ও ২৫০ হেডফোন দুটি গান শোনার অভিজ্ঞতাই পাল্টে দেবে বলে দাবি সংস্থার।


এমডিআর-এক্স বি ৪৫০ এ থাকছে এক্সট্রা বেস। এই হেডফোন পাবেন পাঁচটি আকর্ষণীয় রঙে। কালো, লাল, সাদা, নীল ও হলুদ রঙের হেডফোনগুলো দেখতেও কুল ও ট্রেন্ডি। এর গঠন এমনই যাতে সহজেই ফোল্ড করে ব্যাগে ঢুকিয়ে রাখতে পারবেন হেডফোন দুটি।


মডেল দুটির দাম যথাক্রমে ২১৯০ ও ১৪৯০ টাকা। সনির এমডিআর এ এস ২০০ এর দাম ৭৯০ টাকা।


সেপ্টেম্বর থেকেই এই নয়া হেডফোন চলে আসবে বাজারে।


(ঢাকাটাইমস/১৫ জুলাই/এজে)