বাজারে আসছে মটোরোলার নতুন স্মার্টওয়াচ
ঢাকাটাইমস ডেস্ক
১৯ আগস্ট, ২০১৪ ১৯:১১:১৪
ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মাল্টিন্যাশনাল টেলিকমিউনিকেশন কোম্পানি মটোরোলা আগামী ৪ সেপ্টেম্বর বাজারে ছাড়বে তাদের স্মার্টওয়াচ মটো-৩৬০। শিকাগোতে এক অনুষ্ঠানে এটির উদ্বোধন করা হবে।
জানা গেছে, এটির দাম নির্ধারণ করা হবে ২৪৯ ডলার। বাংলাদেশি টাকায় এটির দাম পড়বে ১৯ হাজার ২৭৭.৫৮ টাকা। এটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এর রয়েছে ১.৫ ইঞ্চি ওএলইডি স্ক্রিন।
ওয়াটার প্রুফ এই ঘড়ি ৫১২ এমবি একটি টেক্সাস ইন্সট্রুমেন্ট প্রসেসর দ্বারা চালিত। এতে ব্লুটুথ সেবাও রয়েছে। মটো-এক্স এর মত মটো-৩৬০ এ ভাইব্রেসন অ্যালার্ট এর ব্যবস্থা রয়েছে।
শোনা যাচ্ছে, অ্যাপল কোম্পানি সেপ্টেম্বরে তাদের নতুন পণ্য ‘আইওয়াচ’ বাজারে ছাড়তে পারে। এর আগেই মটোরোলা দর্শকদের কাছে মটো-৩৬০ পৌঁছে দিতে চায়।
(ঢাকাটাইমস/১৯ আগস্ট/এসইউএল/এজে)