ঢাকা: জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার টেলিটক বাংলাদেশ লিমিটেডের গুলশানস্থ করপোরেট অফিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ত্যাগ ও অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং শহীদদের আত্মার শান্তির জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ এবং টেলিটকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ষড়যন্ত্রকারীদের হাতে সপরিবারে নৃশংসভাবে নিহত হলেও বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে। বর্তমান সরকারের রূপকল্প ডিজিটাল বাংলাদেশ গড়ার সংগ্রামে টেলিটকের সকল কর্মকর্তা-কর্মচারিকে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান এবং শোককে শক্তিতে রূপান্তরিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
(ঢাকাটাইমস/ ১৬আগস্ট/ জেডএ.)