logo ০১ মে ২০২৫
আইফোন-৬ এর নয়া লুক ইন্টারনেটে ফাঁস
ঢাকাটাইমস ডেস্ক
২২ আগস্ট, ২০১৪ ০০:২০:৫৭
image

ঢাকা: আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করার আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেল আই ফোন ৬-এর ছবি ও ফিচার।


ফোনটির ‘ফ্রন্ট’ ও ‘রিয়ার’ প্যানেলসের সাইজ যথাক্রমে ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি।


ফাঁস হওয়া তথ্য বলছে, নয়া আইফোনের রেজোলিউশন ৮২৪x১৪৭২। ডিসপ্লে হচ্ছে, সম্ভবত ৫.৫ ইঞ্চির। নয়া ফোনের মাথার দিকে থাকছে স্পিকার।


(ঢাকাটাইমস/২২ আগস্ট/এজে)