ঢাকা: ইন্টারনেটে ব্যবহৃত জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল আগামী ১৫ সেপ্টেম্বর তাদের প্রস্তুতকৃত নতুন ফোন অ্যান্ড্রয়েড ওয়ান বাজারে ছাড়তে যাচ্ছে। সম্প্রতি কর্তৃপক্ষ জানিয়েছে, গুগল ও তাদের হার্ডওয়্যার পার্টনার স্পাইস, কার্বন ও মাইক্রোম্যাক্স ১৫ সেপ্টেম্বর ভারতে এক অনুষ্ঠানে এ ফোনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
জানা গেছে, ভারতের বাজারে এটির দাম নির্ধারণ করা হবে ১০ হাজার রুপি। তবে এ ফোনের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৫ সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
গুগল অ্যান্ড্রয়েড ওয়ান ফোনের মাধ্যমে নতুন করে বাজার ধরার চেষ্টা করছে। বিশেষ করে যারা ফিচার ফোন ব্যবহার করে তাদের উদ্দেশ্য করে তারা এ ফোন বাজারে ছাড়তে যাচ্ছে।
(ঢাকাটাইমস/১ সেপ্টেম্বর/এসইউএল)