logo ০১ মে ২০২৫
চালু হলো অপ্পোর স্মার্টফোন নিও-৩
ঢাকাটাইমস ডেস্ক
০১ সেপ্টেম্বর, ২০১৪ ২২:১৭:৩৭
image


ঢাকা: চীনা স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অপ্পো সম্প্রতি চালু করেছে তাদের সর্বশেষ প্রস্তুতকৃত স্মার্টফোন নিও-৩। ভারতের বাজারে এটির দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৯০ রুপি।

অ্যান্ড্রয়েড ৪.২ চালিত এ ফোনের রয়েছে ৪.২ ইঞ্চি স্ক্রিন। এটি ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টে সবার জন্যে উন্মুক্ত করে দেয়া হয়েছে।

এ ফোনের রয়েছে, ১ জিবি র‌্যাম, ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্টের ব্যবস্থা, এলইডি ফ্ল্যাশসহ ৫ এমপি রেয়ার ক্যামেরা, ২ এমপি ফ্রন্ট ক্যামেরা, ২জি, ৩জি, ওয়াইফাই, ব্লুটুথ ২.১ ও মাইক্রোইউএসবি সহ আরও নানা রকমের সুযোগ সুবিধা।

এ ফোনে জিএসএম ও সিডিএমএ সিমকার্ড সাপোর্টের ব্যবস্থা ও ১৯০০ এমএএইচ ব্যাটারীও রয়েছে। এতে হটনট নামের ভিন্ন প্রকৃতির একটি প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১ সেপ্টেম্বর/এসইউএল)