ঢাকা: ভারত ভিত্তিক মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স এবার বাজারে ছেড়েছে নতুন স্মার্টফোন ক্যানভাস নিট্রো এ-৩১০। এটির দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৯০ রুপি। মাইক্রোম্যাক্স কর্তৃপক্ষ দাবি করেছে, এটি মটোরোলা জি ও আসুস জেনফোন-৫ এর সঙ্গে বাজারে প্রতিযোগিতা করবে।
এটি অনলাইন মার্কেটপ্লেস ‘স্নাপডিল ডট কম’ থেকে কেনা যাবে। ওকটা-কোর প্রসেসর চালিত এ ফোনে রয়েছে ২ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্টের ব্যবস্থা, ৫ ইঞ্চি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড কিটকাট ৪.৪, ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ডুয়াল সিম সাপোর্টের ব্যবস্থা, ২৫০০ এমএএইচ ব্যাটারী সহ নানা ধরনের সুযোগ সুবিধা।
কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের কথা মাথায় রেখেই আমরা এটি অনলাইনে উন্মুক্ত করে দিয়েছি। তারা ইন্টারনেটে গিয়ে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে এটি কিনতে পারবে।
(ঢাকাটাইমস/৮ সেপ্টেম্বর/এসইউএল)