logo ০১ মে ২০২৫
আসছে নকিয়ার কম দামের থ্রিজি ও ফোরজি ফোন
ঢাকাটাইমস ডেস্ক
০৮ সেপ্টেম্বর, ২০১৪ ২১:৪৮:১৯
image


ঢাকা: ২০১২ সালে বাজারের সেরা স্থান হারিয়েছিল নকিয়া। তখন দক্ষিণ কোরিয়া ভিত্তিক মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং নকিয়াকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছিল। এবার নকিয়া আবার বাজারে প্রথম স্থান দখল করার পরিকল্পনা নিয়েছে। এ উপলক্ষে তারা ভুব শীঘ্রই কম দামে থ্রিজি ও ফোরজি ফোন চালু করবে।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফট এখন নকিয়ার মালিকানার দায়িত্বে রয়েছে। এখন তারা বাজারে অন্যান্য সব ফোনের সাথে প্রতিযোগিতা করতে চায়। এজন্যে দামের ক্ষেত্রে তারা ছাড় দিতে প্রস্তুত।

আগামী অক্টোবরে প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ প্রস্তুতকৃত ফোরজি ফোন লুমিয়া-৮৩০ বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে। এটির দাম পড়বে ২৬ হাজার রুপি। অন্যদিকে মাইক্রোসফট আবার তাদের নতুন ফোরজি ফোন লুমিয়া-৭৩৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন। এটির দাম ধরা হয়েছে ১৭ হাজার ৫০০ রুপি।

(ঢাকাটাইমস/৮ সেপ্টেম্বর/এসইউএল)