logo ০৪ আগস্ট ২০২৫
নকিয়া ম্যাপ স্যামসাং ফোন ও ঘড়িতে
ঢাকাটাইমস ডেস্ক
০২ সেপ্টেম্বর, ২০১৪ ০১:০১:১৯
image

ঢাকা: দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের স্মার্টফোন এবং স্মার্ট হাতঘড়িতে ব্যবহূত হতে যাচ্ছে নকিয়ার ম্যাপ। নকিয়ার ‘হেয়ার’ ম্যাপ সার্ভিসটিই মূলত স্যামসাংয়ের ডিভাইসগুলোতে ব্যবহূত হবে। ইতোমধ্যেই নকিয়ার এই ম্যাপিং সার্ভিসের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি স্যামসাংয়ের বিভিন্ন স্মার্টফোন এবং গিয়ার এস স্মার্ট হাতঘড়িতে পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয়েছে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম মূলত গুগল দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হওয়ায় গুগলের আওতার বাইরে এসে কিছু করার প্রচেষ্টা থেকেই মূলত নকিয়ার ম্যাপিং সার্ভিস ব্যবহারের দিকে ঝুঁকে পড়েছে স্যামসাং। নকিয়ার এই ম্যাপিং সার্ভিসে বিশ্বের ১৯০টি দেশের বিভিন্ন স্থান সম্পর্কিত তথ্য রয়েছে। এ ছাড়া বিভিন্ন গন্তব্যের নির্দেশনা, পর্যটকদের জন্য বিভিন্ন তথ্য, পরিবহনের তথ্য প্রভৃতিও পাওয়া যাবে এই সার্ভিসে। স্যামসাংয়ের স্মার্টফোন এবং হাতঘড়িতে ব্যবহারের জন্য এই ম্যাপিং সার্ভিসের বিশেষ একটি সংস্করণ তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, নকিয়াকে মাইক্রোসফট কিনে নিলেও নকিয়ার ম্যাপিং সেবাটি সেই চুক্তির আওতার বাইরে ছিল।


(ঢাকাটাইমস/ ২ সেপ্টেম্বর/ এইচএফ/ঘ.)