সেলফি-নির্ভর স্মার্টফোন বানাচ্ছে মাইক্রোসফট
আইটি ডেস্ক, ঢাকাটাইমস
০৭ সেপ্টেম্বর, ২০১৪ ০০:৪৬:৫৯

ঢাকা: সেলফি (নিজেই নিজের ছবি তোলা) তোলার চর্চা বেড়েই চলেছে৷ এমনকি নগ্ন হয়ে সেলফি তুলছেন তারকারা, সেসব আবার হ্যাকও হচ্ছে৷ তবুও বুঝি কারো মনে সেলফি তোলা নিয়ে আতঙ্ক নেই৷ আর এই সেলফি চর্চাকে আবারো জাগিয়ে দিতে নতুন ফোন বাজারে ছেড়েছে মাইক্রোসফট৷
স্মার্টফোনের বাজারে আইওস নির্ভর আইফোন কিংবা অ্যান্ড্রয়েড নির্ভর ফোনগুলোর চাহিদা অনেক৷ সে তুলনায় মাইক্রোসফটের উইন্ডোজ নির্ভর ফোন তেমন একটা সুবিধা করতে পারছে না৷ কিন্তু তাই বলে কি বসে থাকা চলে?
স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে মাইক্রোসফট ইতিমধ্যে কিনে নিয়েছে ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া৷
গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি দু'টি নতুন মডেলের ফোনসেট প্রকাশ করেছে৷ লুমিয়া ব্র্যান্ডের ফোন দু'টিতে গুরুত্ব পেয়েছে সেলফি৷ নিজের ছবি নিজেই তোলার এই চর্চা ব্যবহারকারীরা যাতে আরো ভালোভাবে করতে পারেন সেটা বিবেচনায় রাখা হয়েছে৷
বিশেষ করে ৭৩০ মডেলটির সামনের দিকে যোগ করা হয়েছে পাঁচ মেগা পিক্সেল ক্যামেরা৷ এই ক্যামেরা আরো বেশি পরিষ্কার এবং উজ্জ্বল সেলফি তুলতে সক্ষম৷ ফোনটির পেছন দিককার ক্যামেরা দিয়েও তোলা যাবে সেলফি৷ সেক্ষেত্রে অবশ্য ছবি তোলার আগে ব্যবহারকারী নিজেকে দেখতে পাবেন না৷ তবে ফোনটিতে থাকা অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে চেহারা শনাক্ত করবে৷ ফলে সরাসরি না দেখলেও সেলফি ভালোই উঠবে৷
পাশাপাশি মাইক্রোসফটের ইন্টারনেট নির্ভর বিভিন্ন সেবাও থাকছে ফোন দু'টিতে৷ আইফোনের ভয়েস অ্যাপ ‘সিরি'-র মতো একটি সেবাও থাকছে এতে৷ দু'টো ফোনেই উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে৷
(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এএম)