logo ০১ মে ২০২৫
ভারতের বাজারে আসছে অ্যাপলের নতুন আইফোন
ঢাকাটাইমস ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০১৪ ২১:৫৯:০৮
image


ঢাকা: আগামি মাসেই ভারতের বাজারে আসছে অ্যাপলের আইফোন সিক্স ও আইফোন সিক্স প্লাস সিরিজ। এ উপলক্ষে কোম্পানিটি ভারতের বাজারে এর আগের পণ্য আইফোন ফাইভ সিরিজের সেটগুলোর দাম কমানোর ঘোষণা দিয়েছে।বর্তমানে আইফোন ফাইভ সিরিজের ১৬ গিগাবাইটের একটি সেটের সর্বোচ্চ মূল্য ৪৪ হাজার ৫০০ রুপি। আর ৩২ গিগাবাইটের একটি সেটের সর্বোচ্চ মূল্য ৪৯ হাজার ৫০০ রুপি।তবে এর আগে বেশকিছু দিন ধরেই এই সিরিজের ১৬ গিগাবাইটের একটি সেট অনলাইনে সর্বনিম্ন ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপিতেও বেচাকেনা হতে দেখা গেছে।



সুতরাং দাম কমানোর এই ঘোষণা আসলে ওই বাস্তবতারই স্বীকৃতি বলা চলে। উল্লেখ্য, গতবছর নভেম্বর মাসে সর্বপ্রথম আইফোন ফাইভ ভারতের বাজারে আসে।



অ্যাপল আইফোন ফাইভ সিরিজের ১৬ গিগাবাইটের সেটগুলোর মূল্য সর্বোচ্চ ৯ হাজার টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে। আর ৩২ গিগাবাইটের সেটগুলোতে সর্বোচ্চ ১৩ হাজার টাকা পর্যন্ত ছাড়ের কথা বলেছে।



৩২ গিগাবাইটের সেটগুলো শুরুতে ৬২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হতো। তবে এ সিরিজের ৬৪ গিগাবাইট মেমোরি সম্পন্ন সেটের দাম কমানোর বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।



আর ৮ গিগাবাইটের সেটগুলোও উল্লেখযোগ্য কম দামে পাওয়া যাচ্ছে।



প্রসঙ্গত, নতুন আসতে যাওয়া আইফোন সিক্স ও আইফোন সিক্স প্লাস সিরিজের সেটগুলো ১৬, ৬৪ ও ১২৮ গিগাবাইটের মেমোরিসহ পাওয়া যাবে। ফলে ৩২ গিগাবাইট মেমোরি সম্পন্ন আইফোনের প্রতি কারও যদি বিশেষ আসক্তি থেকে থাকে তাহলে তা এখনই কিনে ফেলতে হবে। কারণ তা পরে আর পাওয়া যবেনা।



এদিকে এনডিটিভি দাবি করেছে, তারা এক অনুসন্ধানে জানতে পেরেছে, বাজারে আইফোন সিরিজের সেটগুলোর খুচরা বিক্রয় মূল্যে তেমন কোনও হেরফের হয়নি।


অ্যাপল অবশ্য খুচরা বিক্রেতাদের কাছে তাদের পণ্য পৌঁছে দেওয়ার খরচও কিছুটা কমিয়ে এনেছে। ফলে কোম্পানিটি আশা করছে ভোক্তারাও এর সূফল ভোগ করুক।


(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এমএটি)