স্মার্টফোনে পোয়াবারো ই-কমার্সের
ঢাকাটাইমস ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০১৪ ০০:১৮:৩১

ঢাকা: কম দামের স্মার্টফোন ক্রমবর্ধমান ই-কমার্স বাজারকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে। দাম কম থাকার কারণে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। ফলে অনলাইনে কেনাকাটার হারও দিন দিন বাড়ছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
ই-কমার্সের দিক দিয়ে ভারত শীর্ষস্থানীয় একটি দেশ। বিপুল জনসংখ্যার কারণে দেশটিতে অন্যান্য ব্যবসার পাশাপাশি ই-কমার্স ব্যবসার প্রসারও হচ্ছে দ্রুত। ভারতভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা শচিন বানসাল জানান, গত এক বছরে তাদের সেবা গ্রহণে স্মার্টফোনের ব্যবহার বেড়েছে ২০০ শতাংশ। এদিকে ই-বের ভারত শাখার পক্ষ থেকে জানানো হয়, গত এক বছরে তাদের সেবা গ্রহণে স্মার্টফোনের ব্যবহার বেড়েছে ৩৫ শতাংশ। দিল্লিভিত্তিক স্ন্যাপডিল জানায়, স্মার্টফোনের কারণে তাদের আয়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালের শুরুর দিকে স্মার্টফোনের কারণে তাদের আয় বেড়েছিল ৫০ শতাংশ; যা বর্তমানে ৬০ শতাংশে পৌঁছেছে। পিডব্লিউসি-অ্যাসোকেমের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সাল নাগাদ ভারতের ই-কমার্স বাজারের আকার ২ হাজার কোটি ডলারে দাঁড়াবে; যা বর্তমানে রয়েছে ৪০০ কোটি ডলারের ঘরে।
এদিকে ভারতের পাশাপাশি চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলোয়ও বাড়ছে ই-কমার্সের পরিধি। আর কম দামের স্মার্টফোনগুলো সেসব দেশের ই-কমার্স বাজারেও প্রভাব বিস্তার করছে। মোবাইল ডিভাইসের চাহিদা দিন দিন বাড়ার কারণে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতাও বাড়ছে। এ কারণে ডিভাইসগুলোর দাম কমাতে বাধ্য হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। দাম কম হওয়ার কারণে বিভিন্ন শ্রেণীর মানুষের হাতে পৌঁছে যাচ্ছে এ ডিভাইসগুলো। ফলে মোবাইল ডিভাইসের মাধ্যমে ব্যবহূত সেবার প্রচলনও বাড়ছে দ্রুত।
ভারতের মোবাইল ডিভাইসের বাজার অন্যান্য বাজারের তুলনায় কিছুটা ভিন্ন বলে মন্তব্য করেন অ্যাসোকেম ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান ও বিটুবি মার্কেটপ্লেস ট্রেড ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা বিকি খোসলা। তার জানানো তথ্যমতে, ভারতের অধিকাংশ মানুষ মোবাইল ডিভাইসের কেনার ক্ষেত্রে স্মার্টফোনকেই প্রাধান্য দেয়। যেখানে অন্যান্য বাজারে স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট কেনার প্রবণতাও অনেক বেশি। কিন্তু ভারতের বাজারে স্মার্টফোনের চাহিদা বেশি থাকার কারণে কম দামের ডিভাইসগুলো দেশটির ই-কমার্সে বড় ধরনের ভূমিকা রাখছে। পাশাপাশি অন্যান্য দেশের বাজারেও কম দামের স্মার্টফোনের কারণে ই-কমার্স বাজার ইতিবাচকভাবে পরিবর্তিত হচ্ছে।
(ঢাকাটাইমস/ ১৬ সেপ্টেম্বর/ এইচএফ/ঘ.)