logo ০১ মে ২০২৫
২৫ হাজার রূপিতে এলজি-র জিথ্রি বিট
ঢাকাটাইমস ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০১৪ ১১:৩৯:২১
image


ঢাকা: মাত্র ২৫ হাজার রূপিতে এলজি বাজারো আনলো জিথ্রি বিট। এলজি-র প্রিমিয়াম ফোনে ব্যবহৃত ‘নক কোড’ সফটওয়্যার ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে।

৫ ইঞ্চি লম্বা এই ফোনে থাকছে ৭২০পি রেজুলেসন। এছাড়ও ১ দশমিক ২ গিগাহাটর্জ এবং এক জিবি র‌্যাম। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আট জিবি তথ্য সংরক্ষণ ব্যবস্থা। এক দশমিক তিন মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সহ আট মেগাপিক্সেল ক্যামেরা। ২৫৪০এমএএইচ ব্যাটারি এবং ৪ দশমিক চার অ্যান্ড্রোএইড। মুঠোফোনটির ওজন একশ’ ৩৪ গ্রাম এবং কালো, সাদা ও সোনালি রঙে এটি বাজারে পাওয়া যাচ্ছে।

এলজি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোয়ান কুন বলেন, ‘এলজি জিথ্রি বিট ফোনটি মধ্যবিত্ত ক্রেতাদের অনেক দিনের প্রত্যাশা পূরণ করবে। আকর্ষণীয় মূল্যে এটি এলজি-র অন্যতম সেরা উদ্ভাবন। মধ্যবিত্ত ক্রেতাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার যে প্রতিজ্ঞা আমরা করেছিলাম এটি তারই ফসল।’

তবে বাজার বিশ্লেষকরা মনে করছে এলজি নেক্সাস ৫-এর সঙ্গে প্রতিযোগীতায় টিকতে পারবে না এলজি জিথ্রি বিট। কারণ নেক্সাস ৫ সেটে এর চেয়ে ভালো হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে এবং এটির মূল্য জিথ্রি বিটের চেয়ে মাত্র কয়েক হাজার রূপি বেশি। তবে এলজি কর্তৃপক্ষ মনে করছে মনিকার এবং লেজার অবশ্যই সাধারন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেএস)