logo ০১ মে ২০২৫
আইফোন কিনতে গার্লফ্রেন্ড ভাড়া!
ঢাকাটাইমস ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০১৪ ০০:৪৬:২০
image

ঢাকা: আইফোন কেনার সাধ থাকে অনেকের। কিন্তু সাধ্য থাকে কয়জনের! ফোনটি দামি হওয়ায় এটি কেনার সামর্থ্য থাকে না সবার। কিন্তু চীনের সাংহাইয়ের এক আইফোন ভক্ত ছাত্র দমে যাবার পাত্র নন। তার আইফোন-৬ চাই-ই। তাই তিনি তার গার্লাফ্রেন্ডকে ভাড়া দেয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছেন! দর-দামও সাথে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, তার গার্লফ্রেন্ডকে  ঘন্টা হিসেবে ভাড়া নিলে ১ দশমিক  ৬৪ ডলার, সারা দিনের জন্য ৮ দশমিক ১৯ ডলার এবং পুরো মাসের জন্য ৮২ ডলার দিতে হবে। তবে বিজ্ঞাপন দেখে যেসব তরুণ খুশিতে টগবগ করছে তাদের জন্য সাংহাই ইউনিভার্সিটির ওই ছাত্র বলে দিয়েছেন, শর্ত প্রযোজ্য’!


কি সেই শর্ত? শর্ত হলো, তার গার্লফ্রেন্ডকে ভাড়া নেয়া যাবে কেবল ক্যাম্পাসে বসে গল্প করার জন্য, লাইব্রেরিতে পাশাপাশি  বসে বই পড়ার জন্য, রেস্টুরেন্টে একসাথে বসে খাবার জন্য কিংবা ভার্সিটির মাঠে তার টিমে খেলা করার জন্য। আর যদি মেয়েটিকে নিয়ে ডেটিংয়ে যেতে চায় তবে অবশ্যই বডিগার্ড  হিসেবে তাকে সঙ্গে নিতে হবে!


(ঢাকাটাইমস/ ২০ সেপ্টেম্বর/ জেডএ.)