logo ০১ মে ২০২৫
স্থায়ী ব্রডব্যান্ডে ৪ বিলিয়ন বিনিয়োগ করবে হুয়াওয়ে
ঢাকাটাইমস ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০১৪ ০১:৩৬:৫৫
image

ঢাকা: বিশ্বের বৃহত্তম টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা হুয়াওয়ে টেকনলজিস কোম্পানি লিমিটেড জানিয়েছে, স্থায়ী ব্রডব্যান্ড টেকনলজির গবেষণা ও উন্নয়নে (আরএন্ডএইচ) আগামী তিন বছরে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।


শেনঝেনভিত্তিক এই কোম্পানি বলেছে, ফাইবার অপটিক ক্যাবলে ব্যবহৃত হওয়া ফোটোনিকসের মতো মৌলিক প্রযুক্তি নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি।


হুয়াউই বলেছে, স্থায়ী ব্রডব্যান্ড প্রযুক্তির জন্য এই বিনিয়োগ হাই রেজুলেশনে ভিডিও প্রযুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ৪কে টেলিভিশিনের মতো বড় আকারের তথ্য প্রক্রিয়াকরণের সাথে সাথে গুরুত্বপূর্ণ ব্যন্ডউইথ ব্যবহার করা যাবে। মোবাইল ব্যান্ডউইথ ব্যবহার বৃদ্ধির কারণে স্থায়ী ব্রডব্যান্ড ব্যবহার কিছুটা স্তিমিত হয়েছে। সূত্র: রয়টার্স।


(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এমএম)