logo ০১ মে ২০২৫
৩ দিনেই বিক্রি ১ কোটি!
ঢাকাটাইমস ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০১৪ ২৩:০০:০৪
image

ঢাকা : মাত্র তিন দিনে আইফোন সিক্স ও সিক্স প্লাসের ১ কোটি সেট বিক্রি হওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। এবার কোম্পানিটির আইফোন বিক্রির আগের সব রেকর্ড ভঙ্গ হয়েছে।


গত শুক্রবার থেকে ভারতসহ মোট ১০টি দেশে এর বিক্রি শুরু হয়। বাকী দেশগুলো হল, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, হংকং, জাপান, পুয়ের্তো রিকো, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য।


অ্যাপলের সিইও টিম কুক বলেন, ‘আইফোন সিক্স ও সিক্স প্লাসের বিক্রয় লক্ষ্যমাত্রা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আমরা এর চেয়ে বেশি সুখী হতে পারবোনা। এবার আমরা আইফোন বিক্রির আগের সব রেকর্ড ভাঙ্গতে সক্ষম হয়েছি। আর এ ক্ষেত্রে সহযোগিতা করার জন্য আমাদের সব খদ্দেরকে অভিনন্দন জানাচ্ছি।’


‘আর আমাদের কোম্পানিও এবার আগের যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি উৎপাদন দক্ষতা দেখিয়েছে। আমাদের সাপ্লাই চেইন আরও শক্তিশালি হলে আমরা এর চেয়েও বেশি সংখ্যক ফোন বিক্রি করতে পারতাম। তবে ক্রেতাদের বাকী অর্ডারগুলো যত দ্রুত সম্ভব আমরা সরবরাহ করার চেষ্টা করছি।’




আইফোন ফাইভ এস এর তুলনায় আইফোন সিক্স অনেক উন্নততর। এর স্ক্রিন ৪ দশমিক ৭ ইঞ্চি। এতে রয়েছে ৬৪বিট এ এইট দ্রুত গতির প্রসেসর ও ৮ মেগা পিক্সেল ক্যামেরা।


আর সিক্স প্লাসের স্ক্রিন ৫ দশমিক ৫ ইঞ্চি। এছাড়া ৮ মেগা পিক্সেলের ক্যামেরায় অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজারসহ রয়েছে শক্তিশালি ব্যাটারি ব্যাকআপ। আইওএস এইট এর সঙ্গেই একত্রে এটি বাজারে আসছে।


অতিরিক্ত চাহিদার কারণে অ্যাপলের চাপ্লাই চেইন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণে কোম্পানিটি এর খদ্দেরদেরকে ফোনটি কখন পাওয়া যাবে সে সম্পর্কে পরবর্তী আপডেট জানতে অ্যাপল স্টোর অ্যাপে খোঁজ নিতে বা তাদের ইমেইলে আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করতে বলেছে।


ভারতের বাজারে আইফোন সিক্স এর যাত্রা আগামী ১৭ অক্টোবর শুরু হবে বলে আশা প্রকাশ করেছে অ্যাপল।


(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এমএটি)