logo ৩০ এপ্রিল ২০২৫
বাজারে এলো আইবলের ২টি স্মার্টফোন
ঢাকাটাইমস ডেস্ক
১৪ অক্টোবর, ২০১৪ ০০:০৮:৪২
image

ঢাকা: বাজারে এল আইবলের অ্যান্ডি সিরিজের দুটি স্মার্টফোন৷ ফোন দুটির নাম কে উইনার ও ফ্রিসবি৷


সংস্থা সূত্রে জানা গেছে, কেউইনার এবং ফ্রিসবি ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের ৪.৪ কিটক্যাট ভার্সান৷ পাশাপাশি এই দুটি ফোনেই রয়েছে ডুয়াল সিমের সুবিধা৷


৩.৫ ইঞ্চির কেউইনারে থাকছে ডুয়ালকোর কর্টেক্স প্রসেসরসহ বেশ কয়েকটি অত্যাধুনিক সুবিধা৷ফোনটির র‍্যাম ২৫৬ হলেও এসডি কার্ডের মাধ্যমে এক্সটারনাল মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ান যাবে৷


অন্যদিকে ফোনটির রিয়ার ক্যামেরা ৩.২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল৷পাশাপাশি রয়েছে ব্লুটুথ,জিপিএস এবং ওয়াইফাই-এর সুবিধা৷


চার ইঞ্চির ফ্রিসবিতে রয়েছে এক জিবি র‍্যাম৷ ফোনটির ইন্টারনাল মেমোরি চার জিবি হলেও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সটারনাল মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ান যাবে৷ ফোনটির রিয়ার ক্যামেরা আট মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল৷এছাড়া অন্যান্য সুবিধা থাকছে কে উইনারের মতই৷ফ্রিসবি ফোনটি কিনতে গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ৬৮০০ টাকা৷অপরদিকে কেইউনার ফোন কিনতে দাম পড়বে ৩৪০০ টাকা৷


(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এমআর)