logo ৩০ এপ্রিল ২০২৫
বাজারে আসছে ব্লাকবেরির নতুন স্মার্টফোন
ঢাকাটাইমস ডেস্ক
০১ অক্টোবর, ২০১৪ ০০:১১:১৪
image

ঢাকা: অ্যাপল, স্যামসাংয়ের পর এবার ব্লাকবেরি৷ উৎসবের মওসূমে ক্রেতাদের চমক দিতে নতুন ফোন নিয়ে আসছে ব্লাকবেরি৷ চলতি মাসেই নতুন একটি স্মার্টওয়াচ বাজারে নিয়ে এসে ক্রেতাদের চমক লাগিয়ে দেয়৷ এরপর সংস্থার আবার একটি চমক৷ প্রথমের দিকে গুটিকয়েক দেশে পাওয়া যাবে স্মার্টফোনটি৷ নতুন এই স্মার্টফোনটির পোশাকি নাম ব্লাকবেরি পাশপোর্ট৷


বর্গাকার ডিজাইনের এই স্মার্টফোন বাজারে অন্য কয়েকটি স্মার্টফোনের মতই৷এবার এক নজরে দেখে নেব কি কি ফিচার রয়েছে ফোনটিতে৷


১. ৪.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিপস্লে সঙ্গে ১৪৪০X১৪৪০ পিক্সেল রেজোলিউশন।


২. সাধারণ কিবোর্ডের মত রয়েছে ভার্চুয়্যাল কিবোর্ডের সুবিধাও।


৩. কোয়ালকম স্নাপড্রাগন ৮০১ প্রসেসর, অ্যাড্রিনো ৩৩০ জিপিইউ, ৩জিবি র‌্যাম।৪. ৩২ জিবি অন্তর্বর্তী মেমোরি, ১২৮ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ধারণের ক্ষমতা৷


৫. থাকছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ডাইরেক্ট ওয়াইফাই, ব্লুটুথ ৪.০ এবং এনএফসি৷


৬. ৩.৪৫০ এমএএইচ ব্যাটারি।


৭. ১৩ এমপি প্রাইমারি ক্যামেরা সঙ্গে অপটিক্যাল ইমেজ,যার মাধ্যমে আপনি এইচডি ভিডিও রেকর্ড করতে পারবে৷ থাকছে ২ এমপি ফ্রন্ট ক্যামেরাও৷


৮. এছাড়াও থাকছে টিভি আউটের জন্য এমএইচএল পোর্ট, কম্পাস ও প্রক্সিমিটি সেন্সর৷


(ঢাকাটাইমস/১অক্টোবর/এমআর)